আশুরা (১০ই মহররম) এর উল্লেখযোগ্য ঘটনাবলী!

লিখেছেন লিখেছেন েনেসাঁ ১৪ নভেম্বর, ২০১৩, ০৪:৪৪:৫৯ বিকাল



সৃষ্টির শুরু হতে আশুরা (১০ই মহররম) একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে পৃথিবীর বহু উল্লেখযোগ্য ঘটনা সংঘটিত হয়। এর কয়েকটি উপস্থাপন করছিঃ

১. আশুরার দিনে আসমান, যমিন, লওহ ও কলম সৃষ্টি হয়।

২. এদিনে হযরত আদম (আঃ) পৃথিবীতে অবতরণ করেন।

৩. এদিনে হযরত নূহ (আঃ) মহা প্লাবনের পর নৌকা থেকে পৃথিবীতে অবতরণ করেন।

৪. এদিনে হযরত ইবরাহীম (আঃ) 'খলিলুল্লাহ' বা আল্লাহর বন্ধু উপাধি লাভ করেন।

৫. এদিনে হযরত ইবরাহীম (আঃ) নমরূদের অগ্নিকুণ্ড হতে মহান আল্লাহর অসীম কুদরতে পরিত্রাণ পান।

৬. এদিনে সূদীর্ঘ ৪০ বছর পরে হযরত ইয়াকুব (আঃ) এবং হযরত ইউসুফ (আঃ) এর পুনর্মিলন হয়।

৭. এদিনে হযরত ইউনুস (আঃ) মাছের পেট থেকে মুক্তি লাভ করেন।

৮. এদিনে হযরত মুসা (আঃ) বনী ইসরাঈলদেরকে সাথে নিয়ে নীল নদ পার হন।

৯. এদিনে ফেরআউন- তার সঙ্গী ও সৈন্য সামন্তসহ নীল নদে ডুবে মারা যান।

১০. এদিনে হযরত ঈসা (আঃ) আল্লাহর অসীম

কুদরতে পিতা ছাড়া পৃথিবীতে জন্ম গ্রহণ করেন।

১১. এদিনে হযরত ঈসা (আঃ) মহান আল্লাহর

আদেশে আসমানে আরোহন করেন। তিনি এখন্ও আসমানে জীবিত আছেন এবং শেষ নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আবার আসবেন।

১২. এদিনে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) ৬১ হিজরীতে এজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন।

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File