'একজন পুরুষের সাথে একজন মহিলার হাত মেলানো (হ্যান্ডশেক করা) ইসলামে নিষিদ্ধ কেনো?'

লিখেছেন লিখেছেন েনেসাঁ ১৪ নভেম্বর, ২০১৩, ১১:২২:০৬ সকাল



একজন ব্রিটিশ লোক এক হুজুরকে জিজ্ঞেস করলো, 'একজন পুরুষের সাথে একজন মহিলার হাত মেলানো (হ্যান্ডশেক করা) ইসলামে নিষিদ্ধ কেনো?' হুজুর বললেন, 'আপনি কী রাণী এলিজাবেতের সাথে হাত মেলাতে পারবেন?' ব্রিটিশ লোকটি বললো, 'অবশ্যই নয়, শুধুমাত্র কিছু সংখ্যক নির্দিষ্ট লোকরাই তার সাথে হাত মেলানোর সুযোগ পায়।' তখন হুজুর বললেন, 'আমাদের কাছে আমাদের নারীরা তেমনি রাণীর মত সম্মানিত এবং নারীরা কোন অপরিচিত ব্যক্তির সাথে হাতমেলায় না।'

ব্রিটিশ লোকটি হুজুরকে আবার জিজ্ঞেস করলো, 'আপনাদের নারীরা কেনো শরীর ও চুল ঢেকে রাখে?' হুজুর হাসলেন এবং দু'টি মিষ্টি নিলেন। তিনি একটি মিষ্টি খোলা রাখলেন এবং অপরটিকে ঢেকে নিলেন। তারপর তিনি দু'টি মিষ্টিকেই নোংরা মেঝেতে ফেললেন এবং ব্রিটিশ লোকটিকে প্রশ্ন করলেন, 'আমি যদি আপনাকে এই দু'টি মিষ্টির একটি বেছে নিতে বলি আপনি কোনটি বেছে নিবেন?'

ব্রিটিশ লোকটি উত্তর দিলো, 'অবশ্যই যেটি ঢাকা আছে সেটি।' হুজুর বললেন, 'ঠিক এভাবেই আমরা আমাদের নারীদের মুল্যায়ন করি ও দেখি।'

বিষয়: বিবিধ

১৩৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File