চুলের অকাল-পক্কতা রোধে ঘরোয়া সমাধান
লিখেছেন লিখেছেন েনেসাঁ ১৭ নভেম্বর, ২০১৩, ০৬:০১:১৩ সন্ধ্যা
অকালে চুল পাকার অনেক কারণ আছে। জেনেটিকাল প্রবলেম তার মধ্যে অন্যতম। বংশগত কারণে তাড়াতাড়ি চুল পাকলে তেমন কিছু করার থাকেনা।
নিচের পরামর্শগুলো মেনে চলুন। তবে যদি চুল পেকে গিয়েই থাকে তাহলে হেয়ার কালার অথবা মেহেদি পাতা ছাড়া উপায় নেই।
কিছু পরামর্শ মেনে চলুন:
এক. নারকেল তেলের সাথে ঝিঙা ফুটিয়ে চুলে লাগালে চুল পাকা রোধ হবে।
দুই. প্রতিদিন রাতে আমলকীর রস, বাদামের তেল আর কয়েক ফোটা লেবুর রস চুলে মাস্যাজ করুন, অকালে চুল পাকা থেকে রেহাই পাবেন।
তিন. আদা গ্রেট করে মধুর সাথে মিশিয়ে প্রত্যেকদিন ১ চা চামচ করে খান।
চার. চায়ের ঘন লিকার চুলে লাগালে চুল তার রঙ হারায় না।
পাঁচ. কারি পাতা নারকেল তেলের সাথে মিশিয়ে ফুটিয়ে নিন তারপর ঠাণ্ডা করে চুলে লাগান।
Click this link
বিষয়: বিবিধ
১৫৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন