মানুষ কত নিচে নামতে পারে!

লিখেছেন লিখেছেন েনেসাঁ ১৩ নভেম্বর, ২০১৩, ০৫:১৮:৫৬ বিকাল



ধিক্কার জানাই এমন নোংরা কাজের জন্য। মানুষ কত নিচে নামতে পারে! মানুষের নৈতিকতা কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে! একটি নবজাত শিশুর নর্দমায় এমন পড়ে থাকা ছবি আপনাদের একটুও কাঁদাচ্ছে না? একটুও নাড়া দিচ্ছে না আপনাদের মনে? এইটাকে কি আপনারা আধুনিকতা বলবেন? এইটা কি আমাদের আধুনিক সভ্যতা ?

কত নারী-পুরুষ আজ বিয়ের আগে অবাধ শারীরিক সম্পর্কে জড়িয়ে পরছে, প্রেম-ভালোবাসার দোহাই দিয়ে গড়ে উঠছে শারীরিক সম্পর্ক। যাদের অধিকাংশরই বিয়ে হয়না। এদের মাঝে অনেকই আছেন যারা শারীরিক সম্পর্কের ফলে মানব ভ্রূণের জন্ম দিচ্ছেন এবং লোক লজ্জার ভয়ে সেই ভ্রুনকে পরিপক্ষ হবার আগেই মেরে ফেলছেন। আর যারা সঠিক সময়ে কাজটি সম্পন্ন করতে পারছেন না তারা এই ছবির মতো জঘন্য কাজ করছে। ধিক্কার জাগে মানব জাতীর এমন কলঙ্কিত সন্তানদের প্রতি।

মানুষের এমন অধপতনের জন্য পরিবার, অসুস্থ বিনোদন কে আমি প্রধান দায়ি করবো। বাবা-মা হিসেবে তাদের কর্তব্য তার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে তার খোজ নেয়া। সন্তানদের সুস্থ বিকাশ ঘটে পরিবার থেকেই। আমাদের দেশের ছেলে মেয়েরা পশ্চিমা দেশের অসভ্য ও নোংরা পোশাক ও সংস্কৃতি নিয়ে পাগল। নিজের দেশের সুস্থ সংস্কৃতি তাদের গায়ে চুলকানি জাগায়। এমন ধিক্কার জনক কাজের জন্য মন থেকে প্রতীবাদ জানাই ও অভিশাপ দেই ওই কলঙ্কিত মানব সন্তানদের যারা এই অবুঝ শিশুটির এই করুন অবস্থা করছে।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File