গ্রাহকদের সতর্ক করল মাইক্রোসফট লিঙ্কযুক্ত অচেনা ইমেইল ক্লিক করলেই বিপদ

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৯ নভেম্বর, ২০১৩, ০২:৩৮:৩৫ দুপুর



মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার উইন্ডোজ ব্যবহারকারীরা সাইবার হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে বলে অগ্রিম সতর্কতা জানিয়েছে শীর্ষ সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীর সহায়তা ছাড়া হ্যাকিং সম্ভব নয়। সাইবার আক্রমণে ব্যবহৃত হাতিয়ার হচ্ছে অপরিচিত অ্যাকাউন্ট থেকে আসা লিঙ্কযুক্ত ইমেইল, যা ক্লিক করলেই হ্যাকাররা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। মেসেজিংয়ে একই রকমের লিঙ্ক বা বিভিন্ন অফারের লোভনীয় ফাঁদ পাততে পারে হ্যাকাররা। এতে ইমেইল বা ওয়েব কনটেন্টের মাধ্যমে পাঠানো অনুরোধে ক্লিক করলেই নিয়ন্ত্রণ চলে যাবে তাদের হাতে। এসব ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। তবে গ্রাহকের প্রয়োজনীয় সিকিউরিটি আপডেট দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সময়ে কম্পিউটারের কনফিগারেশন পরিবর্তনের পরামর্শও দিয়েছে তারা। সিকিউরিটি ব্যবস্থা আপডেট থাকলে, এ ধরনের ক্ষতিকর মেইলগুলো ব্লক করা সহজ হবে। সূত্র : বিবিসি অনলাইন

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File