জরায়ু ক্যান্সারের কারণ ও লক্ষণ
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৯ নভেম্বর, ২০১৩, ১২:০০:৩০ দুপুর
সাধারণত ৩৫ থেকে ৫৫ বছর বয়সী নারীরা এ রোগের শিকার হন। বিশ বছরের নিচে এ রোগ হয় না বললেই চলে। কম বয়সীরা (ত্রিশ বছরের আগে) এবং বৃদ্ধরাও (ষাট বছরের পর) এ রোগে আক্রান্ত হতে পারেন। তবে তাদের সংখ্যা তুলনামূলকভাবে কম।
এ রোগের জন্য ঝুঁকিপূর্ণ বিষয়
* ঘন ঘন সন্তান ধারণ
* দীর্ঘদিন একটানা জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন (১২ বছরের অধিক সময়)
* তামাক ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহারÑ যেমন ধূমপান, পানের সঙ্গে জর্দা, তামাক পাতা সেবন ও তামাকের গুঁড়া ব্যবহার
* অপুষ্টি
জরায়ু ক্যান্সারের উপসর্গ
জরায়ুমুখের ক্যান্সার রোগীদের প্রাথমিক পর্যায়ে তেমন কোন উপসর্গ থাকে না। এমনকি রোগ দ্বিতীয় পর্যায়ে এসে গেলেও অনেক সময় উপসর্গ দেখা দেয় না।
* সহবাসের পর রক্ত ফোঁটা দেখতে পাওয়া ঝুুঁকিপূর্ণ নারীদের একটি গুরুত্বপূর্ণ সঙ্কেত।
* পানির মতো তরল ¯্রাব/সাদা ঘন ¯্রাব/ দুর্গন্ধযুক্ত ¯্রাব/লাল পানির মত ¯্রাব (সঙ্গে রক্তক্ষরণ হওয়ায়)
* মাসিক শেষ হয়ে যাওয়ার পর আবার মাসিক দেখা দেয়া (মাসে ২-৩ বার মাসিক হওয়া)/মাসিকের সময় অস্বাভাবিক রক্তক্ষরণ। দিন যত যেতে থাকে উপসর্গের মাত্রা ততই বাড়তে থাকে। যেমন তলপেটে এবং কোমরে ব্যথা। প্রসাব-পায়খানা করতে অসুবিধা হওয়া। এ ছাড়াও জ্বর, খাওয়ার রুচি কমে যাওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি কত না সমস্যা।
অধ্যাপক ডা. পারভীন শাহিদা আখতার
মেডিকেল অনকোলজি জাতীয় ক্যান্সার গবেষণা
ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন