আমরা কি জানতে পারি 'হাদীসে জিব্রাঈল' বা জিব্রাঈল (আঃ) এর হাদীস কি?

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২০ নভেম্বর, ২০১৩, ০২:০০:৫৩ দুপুর



একদিন রাসুলুল্লাহ (সাঃ) সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। এমন সময় সম্পূর্ণ অপরিচিত একজন মানুষের বেশে জিব্রাঈল (আঃ) এসে রাসুলুল্লাহ (সাঃ) কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেন। ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কেয়ামত কখন হবে এই প্রশ্নগুলো করেন আর রাসুলুল্লাহ (সাঃ) সেইগুলোর উত্তর দিচ্ছিলেন। এর পরে জিব্রাঈল (আঃ) চলে গেলেন। পরে তাকে আর খুঁজে পাওয়া গেলোনা। রাসুলুল্লাহ (সাঃ) তখন বললেন - লোকটি ছিলো জিব্রাঈল (আঃ)।

তিনি আমাকে এই প্রশ্নগুলো করে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছিলেন।

.........হাদীসে জিব্রাঈল (আ.).........

উমার (রাঃ) হতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদিন আমরা (রাঃ) নিকট বসেছিলাম। এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হন, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো; তার মাঝে ভ্রমণের কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারে নি। সে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বসে, নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেনঃ “হে মুহাম্মাদ (সা.)! আমাকে ইসলাম সম্পর্কে বলুন”।

......

রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন: “ইসলাম হচ্ছে এই - তুমি সাক্ষ্য দাও যে, আল্লাহ্ ছাড়া আর কোন সত্য ইলাহ্ নেই এবং মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠা কর, যাকাত আদায় কর, রমাদানে সওম সাধনা কর এবং যদি সামর্থ থাকে তবে (আল্লাহর) ঘরের হজ্জ কর।”

......

তিনি (লোকটি) বললেন, “আপনি ঠিক বলেছেন”।

.......

আমরা বিস্মিত হলাম, সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে, আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে।

.....

এরপর বলল, “আচ্ছা, আমাকে ঈমান সম্পর্কে বলুন”।

.....

তিনি (রাসূল সা.) বললেনঃ

“তা হচ্ছে এই - আল্লাহ্, তাঁর ফিরিশ্তাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ ও আখেরাতর উপর ঈমান আনা এবং তাকদীরের ভাল-মন্দের উপর ঈমান আনা।”

......

সে (আগন্তুক) বললঃ “আপনি ঠিক বলেছেন”।

.....

তারপর বললঃ “আমাকে ইহসান সম্পর্কে বলুন”।

......

তিনি (রাসুল সা.) বললেনঃ

“তা হচ্ছে এই- তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাঁকে দেখতে নাও পাও, তবে তিনি তোমাকে দেখছেন”।

.....

সে (আগন্তুক) বললঃ “আমাকে কেয়ামত সম্পর্কে বলুন”।

.....

তিনি (রাসূল সা.) বললেনঃ

“যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশী কিছু জানে না”।

.....

সে (আগন্তুক) বললঃ “আচ্ছা, তার লক্ষণ সম্পর্কে বলুন”।

.....

তিনি (রাসূল সা.) বললেনঃ

“তা হচ্ছে এই - দাসী তার নিজের মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে দম্ভ করবে”।

.....

তারপর ঐ ব্যক্তি চলে যায়, আর আমি আরো কিছুক্ষণ বসে থাকি। তখন রাসূল (সা.) আমাকে বললেনঃ“হে উমার, প্রশ্নকারী কে ছিলেন, তুমি কি জান?

.....

আমি বললামঃ “আল্লাহ্ ও তাঁর রাসূল অধিক ভাল জানেন”।

.....

তিনি বললেনঃ “তিনি হলেন জিব্রাঈল (আ.), তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন।”

[সহীহ বুখারী ও মুসলিম]

আল্লাহ তায়ালা আমাদেরকে উল্লেখিত হাদীস অনুযায়ী আমল করার তাওফীক দিন,,,আমীন।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File