ধূমপান আপনি নিজের জন্য ধরেছেন তা আপনার ভালবাসার মানুষের জন্য বর্জন করুন !!

লিখেছেন লিখেছেন েনেসাঁ ৩১ অক্টোবর, ২০১৩, ১০:২৯:৫৯ সকাল



এক যুগলের গল্প ! গল্পটি ভারতের গোয়ার রাজধানী পানাজির এক যুগলের। মেয়েটির নাম স্মীতা। প্রেম কে ভয় পেতো সবসময়। সে তার মায়ের যন্ত্রণা দেখেছ। মাত্র ১৩ বছর বয়সে স্মীতা তার বাবাকে হারায় এবং বাকি জীবন তার বাবার শোকে মাকে একা স্মৃতি হাতরে হাতরে যন্ত্রণায় ভুগতে দেখেছে!! তার বাবা ধূমপায়ী ছিলেন এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায় কেউ জানে না, যে মেয়েটি প্রেম আর ধূমপায়ীদের ঘৃণা করতো সে প্রেমে পড়লো রাহুল নামে তার এক সহপাঠীর যে এক চেইন স্মোকার। প্রেমিক রাহুল কে সে তার বাবার করুন পরিণতির গল্প বলতো। একসময় সে খেয়াল করলো রাহুল তাকে এড়িয়ে চলতে শুরু করেছে। রাহুলের বন্ধুরা ধূমপান নিয়ে স্মীতার বাড়াবাড়িকে ব্যাঙ্গ করতো। রাহুলকে সে সবার সামনে বিব্রত করতে চাইতো না তাই ধূমপান নিয়ে বলা বন্ধ করে দিলো। তাদের সম্পর্কের ৩ মাসের মাথায় সে আবিষ্কার করলো রাহুল ধূমপানের কারণে এমফাইসিমায় (শ্বাসকষ্টজনিত ফুসফুসের রোগ) আক্রান্ত। রাহুল খুব অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা শুরু হয়, টানা দুই বছর ধরে চলে এবং পরিস্থিতি এতটাই খারাপ হলো যে, চিকিৎসকরা ভাবছিলেন তাকে বাঁচানো যাবে না। কিন্তু স্মীতার ভালবাসা তাকে বাঁচিয়ে সুস্থ করে তোলে। সে এই দুই বছর বামবোলিন হাসপাতালে সারা দিন তার সাথে থেকেছে, কলেজ ছেড়েছে, পরিবারে সাথে যুদ্ধ করেছে, তার হাতের সব টাকা পয়সা খরচ করেছে এবং ভালবাসাকে সে মর্যাদা দিয়েছে। সুস্থ হয়ে ছেলেটি ধূমপান ছেড়ে দিল !! স্মীতাকে বিয়ে করে দু'জন এক সাথে থাকছে !! সে সবসময় স্মীতার কথায় পাত্তা না দিয়ে ভুলের জন্য অপরাধ বোধ করতো। এখন সে সবাইকে একটাই কথা বলে, ‍"বন্ধুদের কথায় হাজার কাজ কর, কিন্তু তোমার প্রিয়জন চায় না এমন এমন কাজ করো না" বন্ধুরা আমি বলবো না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ তা মোড়কের গায়েই লেখা থাকে কিন্তু আমি বলতে চাই যে ধূমপান আপনি নিজের জন্য ধরেছেন তা আপনার ভালবাসার মানুষের জন্য বর্জন করুন !! ভবিষ্যতে আপনার ভালবাসার মানুষটি যখন আপনাকে ধূমপান ছাড়ার কথা বলবেন তখন এই সত্য ভালবাসার গল্পটি মনে করবেন এবং নিজেকে এই প্রশ্নের উত্তর দিবেন যে, আপনার আজকের ভুলের মাশুলে একদিন আপনার প্রিয়জন কাঁদবে? আমরা ফেইসবুকে অনেক কিছু শেয়ার করি, কিন্তু আমাদের মধ্যে কত জন এই সত্য প্রেমের গল্পটি শেয়ার করে ধূমপায়ী বন্ধুদের ধূমপান না করার অনুরোধ করবো? যারা প্রিয়জনের মঙ্গল কামনা করেন তারা কি গল্পটি শেয়ার করবেন না? ----------

বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File