নারীরা বাইরে বের হলে সুগন্ধি ব্যবহার করা নিষেধ কেনো, যেখানে পুরুষদের জন্য সেটা সুন্নত?

লিখেছেন লিখেছেন েনেসাঁ ৩০ অক্টোবর, ২০১৩, ০২:৪৩:১৮ দুপুর



প্রথম কথা হলো, ইসলাম + কুরান + হাদীস = এই সবগুলোর উৎস হলো আল্লাহ সুবহা'নাহু তাআ'আলা। তিনি সবচাইতে জ্ঞানী, তিনি আগে পরে প্রকাশ্য গোপন সবকিছুই জানেন। তাঁর জ্ঞান অনুযায়ী মানব জাতির জন্য যেটা সর্বোত্তম সেই বিধান তিনি ইসলাম হিসেবে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনোত করেছেন। সেইজন্য আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) এর প্রতি বিশ্বাসী হিসেবে আমাদের কখনোই ইসলামের কোনো বিধান নিয়ে সন্দেহ করা উচিত না। হতে পারে আমি কোনো একটা জিনিস বুঝিনা, বা মানা আমার জন্য একটু কঠিন (অন্যদের জন্য সেটা নাও হতে পারে, আর আল্লাহ সবার কথাই বিবেচনা করেন) তাই বলে সেটাকে খারাপ চোখে দেখা, সেটা অপছন্দ করা বা সেটা নিয়ে প্রশ্ন তোলা এই সবগুলো ঈমান বিরোধী কাজ।

এই অবস্থায় আমাদের উচিত আল্লাহর কাছে দুয়া করা, হে আল্লাহ আমার জন্য এই কাজটা সহজ করে দাও, আমার ঈমান মজবুত করে দাও, আমিন।

একটা জিনিসের উদ্দেশ্য, কারণ বা হেকমত জানা থাকলে ভালো, সেটা করার প্রতি আরো বেশী আগ্রহ আসে। যেমন ধরুন, পুরুষের জন্য খাতনা করা। বর্তমান মেডিকেল সাইন্স থেকে আমরা জানি এটা করলে অনেক উপকার আছে। এর মাধ্যমে অনেক রোগ থেকে বাঁচা যায় যা হিন্দু সম্প্রদায়ের লোকদের প্রায়ই ভুগতে হয়। কিন্তু এই উপকারগুলো আমরা জানি বা না জানি আমাদের নবীদের সুন্নত হিসেবে শুধুমাত্র বিশ্বাসের কারণে করে যাচ্ছি। তবে হ্যা, এখন এই কারণগুলো জেনে আমাদের অন্তরে একটু শান্তি লাগে - ইসলাম সত্যি ধর্ম এটা অন্তরে আরো দৃঢ় হয়। কিন্তু কিছু বিষয় আছে - এইগুলো কেউ জানেনা আল্লাহ সুবাহানাহু তাআ'লা ছাড়া। যেমন ধরুন, গরুর গোশত খেলে ওযু ভাংগে না কিন্তু উটের গোশত খেলে ওযু ভেঙ্গে যায়। এর কারণ কেউ জানেনা। হয়তোবা ভবিষ্যতে জানা যাবে, হয়তোবা কেয়ামত পর্যন্ত অজানাই থেকে যাবে। কিন্তু আমরা জানি বা জানি, এটা ইসলামের বিধান হিসেবে কেয়ামত পর্যন্ত করে যাবো ইন শা আল্লাহ। কারণ আমাদের শরীয়তের উৎস হচ্ছে কুরান ও সুন্নাহ। কুরানে এইরকম বলা হয়েছে, সহীহ হাদীসে এইরকম এসেছে - ব্যস, আমাদের জন্য এতোটুকুই যথেষ্ঠ। সেটা আমাদের বুঝে আসুক বা না আসুল।

যে প্রসংগে এই কথা বলাঃ ইসলামের বিধান হলো, পুরুষেরা নারীদের জন্য উপার্জন করবে। নারীদের জন্য ফরয করা হয় নাই - ব্যবসা বাণিজ্য করে সংসার চালানোর জন্য। তাদের উপর মূল যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হলো স্বামীর সংসার দেখাশোনা করা, ছেলে মেয়েদের লালন পালন করা ও শিক্ষা দেওয়া। এইগুলো করে কেউ যদি হালাল ও পর্দা রক্ষা করে কেউ কাজ করতে চান আর স্বামীর আপত্তি না থাকে তাহলে তার জন্য সেটা জায়েজ, কিন্তু কোনোমতেই পুরুষের জন্য যেমন ফরয সেইরকম কিছুনা।

যাইহোক, ইসলামের এই বিধান মানলে এখন যেমন সব নারী বাড়ীর বাইরে - যার কারণে সংসারে ভাঙ্গনের সুর, সেটা থাকতোনা। জরুরী প্রয়োজন ছাড়া + বেপর্দা তাদের বের হওয়া বড় ফেতনা। এইভাবে নিজেরাও বিপদগামী হচ্ছেন অন্যদেরকে বিপদগামী হওয়ার সুযোগ করে দিচ্ছেন।

আরেকটা বিষয় হলো, নারীদের থেকে পুরুষের কামনা বাসনা অনেক বেশী। একটা নারীর দ্বারা একটা পুরুষ যতবেশি ফেতনার শিকার হন, একজন নারী ততটা হন না একজন পুরুষকে দিয়ে। আল্লাহ নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন এই ফিতরাতের উপরে। একজন নারী সুগন্ধি মেখে বের হলে পুরুষেরা যত বেশি আকর্ষিত হবে, একজন পুরুষ সুগন্ধি মেখে বের হলে নারীরা ততবেশি হবেনা।

আর একটা ব্যাপার। একজন পুরুষের যখন বের হন তার কিন্তু ইন জেনারেল নারীর সাথে সাক্ষাত হওয়ার কথানা। কারণ তিনি যাদের সাথে কাজ করবেন তাদের সবাই হবে পুরুষ।

কিন্তু একজন নারী যদি বাইরে বের হন, বেশিরভাগ সম্ভাবনা তাকে পুরুষদের সাথে সাক্ষাত করার। তিনি যেই দোকানে যাবেন, ড্রাইভাব, অফিস সব জায়গাতেই কিন্তু পুরুষ।

তবে আমাদের অজ্ঞ, মূর্খ সমাজের বর্তমান প্রেক্ষাপট হয়তো ভিন্ন। কিন্তু, মুমিন মুসলমান হিসেবে আমাদের উচিত, কে কি করছে সেইদিকে লক্ষ্য না করে - আল্লাহ আমাকে কি করতে বলেছেন সেইদিকে লক্ষ্য করা। অধিকাংশ মানুষ নামাযই পড়েনা, নিজের কুপ্রবৃত্তি ও কামনা বাসনা দিয়ে চলে। এদের সাথে কম্প্যায়ার করে চলতে গেলে পরিণামে জাহান্নাম ছাড়া আর কিছুইনা - এইকথা কুরান ও হাদীসে অসংখ্যবার বলা হয়েছে।

আর সর্বোপরি এ ব্যপারে আল্লাহই সবচাইতে ভালো জানেন।

বিষয়: বিবিধ

১৪১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File