নিঃস্বার্থ ভালোবাসা। what is love?

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৪ অক্টোবর, ২০১৩, ০৬:২০:২৫ সন্ধ্যা



আবু সালামা তার স্ত্রী উম্মে সালামাকে খুব ভালবাসতেন। তাদের ভালোবাসার গাঢ়তা কল্পিত প্রেমকাহিনীগুলোকেও হার মানায়। আবু সালামা যখন মৃত্যু শয্যায় তখন তাঁর প্রিয়তমা স্ত্রী তাঁর পাশে বসা। উম্মে সালামা তাঁর স্বামীকে সাহস দিয়ে যাচ্ছিলেন।ভালবাসা দিয়ে মৃত্যুকে পরাজিত করা না গেলেও হাসিমুখে আলিঙ্গনের প্রেরণা যোগায়। উম্মে সালামা তাঁর স্বামীকে বললেন,

"আসো, আমরা প্রতিজ্ঞা করি আমাদের মধ্যে কেউ মারা গেলে অপরজন বাকী জীবনটা তাঁর স্মৃতি নিয়েই কাটিয়ে দিব। অন্য কারো জীবন সঙ্গী হবনা"।

[এরকম প্রপোজাল মৃত্যু পথযাত্রী স্বামীর কাছ থেকে আসাই স্বাভাবিক ছিল। কিন্তু স্বামীর প্রতি প্রবল ভালোবাসা এবং তাকে মৃত্যুকালে কিছুটা স্বস্তির পরশ দেয়ার উদ্দেশ্য উম্মে সালামাই এমন প্রস্তাব দিয়ে বসলেন। সুবহানাল্লাহ!]

আবু সালামাও কম যাননি। তিনি স্ত্রীর এমন প্রস্তাবের প্রত্যুত্তরে বলেছিলেন,

"না। বরং তুমি তোমার জীবনসঙ্গী বেছে নিও এবং আমি দোয়া করি আল্লাহ আমার চেয়েও ভাল কোন জীবনসঙ্গী তোমার জন্য ব্যবস্থা করে দিন".

আল্লাহ সুবহানাহুওয়াতাআলা আবু সালামার দোয়া কবুল করেন। তাঁর মৃত্যুর পর উম্মে সালামা মহানবী (সঃ) কে জীবনসঙ্গী হিসেবে পান। আল্লাহ তাঁদের উপর সন্তুষ্ট থাকুন।

এটাই কি "নিঃস্বার্থ ভালোবাসা"?

বিষয়: বিবিধ

৮৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File