সুখি হওয়ার ১০ টি টিপসঃ

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৮ মার্চ, ২০১৪, ১২:২৮:২৩ দুপুর



১। সব কিছু স্বাভাবিক ভাবে নিন ।

২। নিজের কষ্টকে কখনো বড় করে দেখবে না ।

৩। নিজের কষ্টের সাথে অন্যের কষ্ট তুলনা করুন আশা করি কষ্ট থাকবে না ।

(শেখ সাদির মতো)

৪। অপরকে ভালবাসুন মন থেকে তাহলে তার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন এতে করে আপনার কষ্ট কমে যাবে ।

৫। নিজেকে কখনো অসুখী ভাববেন না। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখি ভাবুন ।

৬। নিজেকে কারো সাথে তুলনা করে ছোট করবেন না।

৭। নিজেকে কখনো অসফল ভাববেন না ।

৮ । কষ্ট লাগলে নদী, পাহাড় বা নিরিবিলি পার্কে একা একা বা কোন আপনজনকে নিয়া ঘুরতে যান।

১০। প্রয়োজনের বেশী, অর্থের পিছনে ছুটবেন না ।

" আপনিই পৃথিবীর সব থেকে সুখি মানুষ, এই সত্যকে বুকে ধারণ করুন

বিষয়: বিবিধ

৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File