**এক আমেরিকান মহিলার কান্না**
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৩ অক্টোবর, ২০১৩, ১০:৫৪:২৩ সকাল
একদিন আমেরিকার একটি মসজিদে মাগরিবের নামাজ শেষ হয়েছে। তখন একটি মেয়ে এসে একজনকে জিজ্ঞাসা করল, ইংরেজি জান? সে বলল হ্যা জানি, মেয়েটি বলল, তোমরা এখানে কী করলে? সে বললো, আমরা ইবাদত করলাম। মেয়েটি বললো: আজ তো রোববার নয়, আজ কীসের ইবাদত? লোকটি বলল, আমরা দিনে ৫ বার প্রভুর ইবাদত করি। মেয়েটি বলল, এতো অনেক বেশি। তারপর একজন তাকে ইসলাম সম্পর্কে কিছু ধারণা দিল। কথাবার্তা শোনার পর মেয়েটি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। লোকটি বলল: আমি তো আপনার সাথে হাত মিলাতে পারব না। দু:খিত! মেয়েটি বলল কেন? যুবকটি বলল: আমার এই হাত আমার স্ত্রীর আমানত, এই হাতটি দিয়ে আমি কেবল আমার স্ত্রীকে স্পর্শ করি, এই হাত দিয়ে আমি তাকে ব্যতীত অন্য কোন নারীকে স্পর্শ করতে পারি না। এ কথা শোনার পর মেয়েটি চিৎকার করে উঠে এবং কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যায় আর বলতে থাকে তুমি যে মেয়ের স্বামী সে মেয়েটি কত ভাগ্যবান! হায়! যদি আমাদের আমেরিকা-ইউরোপের পুরুষরাও এমন সৎ হত!
শিক্ষণীয়: ইসলাম আমাদের জীবনে সমস্যা তৈরি করতে আসেনি বরং আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে এসেছে। যত আমরা ইসলামকে “ধর্ম” নাম দিয়ে “অপশনাল” বানিয়ে ইসলামকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখব তত আমাদের জীবনে সমস্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শ ছাড়া কোন তন্ত্র, কোন ধর্ম, কোন মতাদর্শ কোনদিন শান্তি আনতে পারবে না, আমরা যতই মিছিল মিটিং করি, বৈঠক করি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আমাদের জীবনে কোনদিনও শান্তি আসবে না যতক্ষণ না আমরা দুনিয়ার অন্য সকল মতাদর্শ থেকে তওবা করব এবং রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শকে অনুসরণ করব।
Collected
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন