লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

লিখেছেন লিখেছেন েনেসাঁ ১০ অক্টোবর, ২০১৩, ০৭:০০:০৬ সন্ধ্যা



লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

সকল ক্ষমতায় আল্লাহর হাতে। মানুষের আসলে কোনো ক্ষমতা নাই।

অনেক মানুষ দীর্ঘ দিন অসুস্থ থাকে। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় । এক্ষেত্রে মানুষ বুঝতে পারে সে আর বেশি সময় বাচবে না ।

কত বড় ভয়ংকর চিন্তা করেন । এই ভয়াবহতা কিন্তু সবাই উপলব্ধি করতে পারে না ।মানুষ চিন্তাও করে না মৃত্যুর পর যে কত ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে!

দীর্ঘ অসুস্থতায় অনেকে মারা যায় তাদের অনেকে বার বার আল্লাহর নিকট ক্ষমা চায়। অনেকের তওবা করার সৌভাগ্য হয়, অনেকের হয় না ।

জানে সামনে নিশ্চিত মৃত্যু তাই তওবা করে মানুষের কাছে ক্ষমা চায় । কাছের কাওকে পেলেই বার বার বলে, ''আমারে মাফ কইরা দিও''!

সকল প্রশংসা তো সেই আল্লাহর যিনি এরকম সুযোগ দিয়ে থাকেন।

আবার অনেকেই এই সুযোগ থেকে বঞ্চিত হন । জানেন যে বেশি দিন বা সময় বাচবেন না কিন্তু তার পরেও অনুসুচনা হয় না। সারা জীবন ভুল করেছে সেই অনুভুতি কাজ করে না।

এখানেই সেই কথার একটা প্রমান যে, মরার আগে তব করে নিব এই কথা বলার সুযোগ নাও হতে পারে!

কত বড় হতভাগা মানুষ, সে বুঝতেছে সে আর বেশি সময় বাঁচবে না অথচ সে তওবা করার সুযোগ নিতেই পারল না । আল্লাহকে একবার বললেই হলো যে ''হে আল্লাহ সারা জীবন তো পাপ ই করলাম, তারপরেও তোমার রহমতের আশা করি, আমাকে তুমি ক্ষমা কর, আমার গুনাহ মাফ কর.''

আল্লাহ এত দয়ালু আল্লাহ এতই দয়ালু, মহান আল্লাহ এতটাই দয়ালু যে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে পারেন।

খুব টেনশনে থাকি মাঝে মাঝে যে মরণ যে কখন কিভাবে আসে!! কমপক্ষে আল্লাহর নিকট কৃত পাপের স্বীকারোক্তি দিয়ে তওবা টুকু করতে পারব তো? এই সুযোগ হবে তো?

কমপক্ষে '' রাব্বিগফিরলি'' (হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর) বলার তৌফিক হবে তো?

আল্লাহ তো বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হতে।

মৃত্যু এত এক অত্যন্ত ভয়ংকর বিষয়।

বিষয়: বিবিধ

২৭৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File