রামপালের বিদ্যুত কেন্দ্র নিয়ে কিছু প্রশ্নঃ

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০২:১৪:৫৩ দুপুর



▣ দুনিয়ার এতো জায়গা থাকতে সুন্দরবন কেন ?

▣ ভারতের আদালতে যে পরিকল্পনা বার বার না-মঞ্জুর করে দেওয়া হয়েছে তা বাংলাদেশে বাস্তবায়ন হয় কার স্বার্থে ?

▣ যে প্রজেক্টের জন্য ভারতে ৭০০ একর জমি নেওয়া হয়েছিল সেই একই প্রজেক্টের জন্য বাংলাদেশে ১৪০০ একর অধিগ্রহণ করতে হয় কেন ?

▣ তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ব্যবস্থা সারা বিশ্বে বন্ধ করে দেওয়া হচ্ছে বাংলাদেশে সেই ব্যবস্থা আবারো নতুন করে আনা হচ্ছে কার স্বার্থে ?

▣ নিজেদের খনিতে উন্নত মানের কয়লা থাকতে ভারত থেকে কয়লা আমদানী করা হচ্ছে কেন?

▣ যে দেশে থানা পর্যায়ের কোন এক নেতার পায়ে ব্যাথা লাগলে সারা দেশে হরতাল হয়। সেই দেশে সুন্দরবন কে ধ্বংশ করার এতোবড় জালিয়াতির পরও বিরোধীদল গুলা চুপ কেন ? আর কত দাতা প্রীতি, আর কত দাদা প্রীতি ?

পদ্মা সেতুর পারসেন্ট এর হিসাব ধরা পড়ে গেছে, হয়ত একদিন রামপালের বিদ্যুত কেন্দ্র তৈরীর উৎসাহী ব্যক্তিদের লুটপাটের গোমর একদিন ফাঁস হবে, সেই অপেক্ষায় রইলাম। আমরা সুন্দরবন ধ্বংস করে বিদ্যুত কেন্দ্র চাই না।আমরা সুন্দরবন ধ্বংস করে বিদ্যুত কেন্দ্র চাই না।আমরা সুন্দরবন ধ্বংস করে বিদ্যুত কেন্দ্র চাই না।

বিষয়: বিবিধ

১৬৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File