‘তোমাদের আমীরও কি এতো গরীব?’
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৫৬:৩৮ বিকাল
আমীরুল মু’মিনীন উমারের রাঃ কতিপয় বিশ্বস্ত লোক হিমস থেকে মদীনা এল। উমার রাঃ তাদেরকে বললেনঃ ‘তোমাদের
গরীব মিসকিনদের তালিকা তোমরা আমাকে দাও। আমি তাদেরকে কিছু সাহায্য করব। তারা একটি তালিকা প্রস্তুত করে ’উমারকে দিল। তাতে অন্যান্যের সংগে সাঈদ ইবন আমেরের রাঃ নামটিও ছিল। খলীফা জিজ্ঞেস করলেন, ‘এ সাঈদ ইবন আমের কে?’ তারা বলল, ‘আমাদের আমীর।’ তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমাদের আমীরও কি এতো গরীব?’ তারা বললঃ ‘হ্যাঁ। আল্লাহর কসম! একাধারে কয়েকদিন যাবত তাঁর বাড়ীতে উনুনে হাড়ি চড়ে না। ’ এখানে শুনে খলীফা উমার এত কাঁদলেন যে, চোখের পানিতে তাঁর দাড়ি ভিজে গেল। তারপর এক হাজার দিনার একটি থলিতে ভরে বললেন, ‘আমার পক্ষ থেকে তাঁকে সালাম জানিয়ে বলবেঃ আপনার ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য আমীরুল মু’মিনীন এ অর্থ পাঠিয়েছেন।’ দিনার ভর্তি থলি নিয়ে তারা সাঈদের নিকট উপস্থিত হল। থলির মুখ খুলেই তিনি দেখতে পেলেন তাতে দিনার। অমনি ‘ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন’ বলতে বলতে থলিটি এমনভাবে দূরে সরিয়ে দিলেন যেন তাঁর ওপর বড় ধরনের কোন বিপদ আপতিত হয়েছে। তাঁর
স্ত্রী ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে এসে জিজ্ঞেস করলেনঃ ‘সাঈদ, কি হয়েছে আপনার? আমীরুল মু’মিনীন কি ইন্তিকাল করেছেন?’
তিনি বললেন, ‘না। বরং তার থেকেও বড় কিছু।’ ‘মুসলিমদের ওপর কি কোন বিপদ আপতিত হয়েছে?’ তিনি বললেন, ‘না। তাঁর থেকেও বড় কিছু? স্ত্রী জিজ্ঞেস করলেন, ‘সেই বড় জিনিস কি?’ তিনি বললেন, ‘আমার পরকালের সর্বনাশের জন্য দুনিয়া আমার কাছে ঢুকে পড়েছে। আমার ঘরে বিপদ এসে পড়েছে।’ স্ত্রী বললেন, ‘বিপদ দূর করে দিন।’ তখনও তিনি দিনারের
ব্যাপারটি জানতেন না। সাঈদ বললেন, ‘এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে?’ স্ত্রী জবাব দিলেন, ‘নিশ্চয়ই।’ তারপর
দিনারগুলি কয়েকটি থলিতে ভরে তিনি গরীব মুসলিমদের মধ্যে বিলিয়ে দিলেন।
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন