বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি চালু আছে তা কি শরী‘আত সম্মত?

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৪৭:০৩ দুপুর



সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র।

সংসারকে সচ্ছল করার নিয়তে জন্মনিয়ন্ত্রণ করা নিষিদ্ধ বা অভাব থেকে মুক্তির লক্ষে জন্মনিয়ন্ত্রণ করা নিষিদ্ধ। কেননা রুটি-রুজীর মালিক আল্লাহ।

আল্লাহ বলেছেন:

দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা কর না। তাদেরকে এবং তোমাদেরকে আমিই খাদ্য প্রদান করে থাকি…[সূরা ইসরা, আয়াত-৩১]

রাসূলুল্লাহ (সাHappy বলেন, ‘তোমরা প্রেমময়ী ও অধিক সন্তান দায়িনী নারীকে বিবাহ কর। কারণ আমার উম্মতের সংখ্যা বেশী হওয়া আমার গৌরবের কারণ’ (আবুদাঊদ, নাসাঈ, মিশকাত হা/৩০৯১)

তবে স্ত্রী ও সন্তানের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে স্ত্রীর অনুমতিক্রমে আযল বা জন্ম নিয়ন্ত্রণ করা যায় (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩১৮৪)

অর্থাৎ গর্ভ ধারণ করলে যদি স্ত্রীর জীবন নাশের সম্ভবনা থাকে তাহলে জন্মনিয়ন্ত্রণ ব্যাবহার করা জায়েয।

কিন্তু ছেলেদের ক্ষেত্রে স্থায়ীভাবে জন্মনিরোধ অর্থাৎ লাইগেশন ও ভ্যাসেকটমী আদৌ করা জায়েয না।

আল্লাহ্‌র রাসূল (সাHappy পুরুষকে খাসী হতে নিষেধ করেছেন।

আল্লাহ্‌ আমাদের সফলতা দান করুন, সালাম ও দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাHappy এর উপর, তার পরিবার এবং সাথীদের উপর।

বিষয়: বিবিধ

১৫৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File