‘অপ্রাপ্ত বয়স্কের সম্মতিতে যৌন মিলন অপরাধ নয়’--রায় দিয়েছে ভারতের দিল্লি আদালত। ক্ষনিকের অসৎ আনন্দ হতে পারে সারা জীবনের কান্না।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৬ আগস্ট, ২০১৩, ০১:২৯:৫৮ দুপুর
১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের সম্মতিতে তার সঙ্গে যৌন মিলন করলে, সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে না বলে রায় দিয়েছে ভারতের দিল্লি আদালত।
আদালতের এ সংক্রান্ত এক রায়ে বলা হয়, পিওসিএসও(POCSO) এর বিধিমালা অনুযায়ী একটি যৌন মিলন যেখানে দুজনেরই সম্মতি রয়েছে, সেটা কখনোই ধর্ষণ কিংবা অপরাধের পর্যায়ে পড়ে না।
রায়ে আরো বলা হয়, ২০০০ সালে পেশ করা ১৭২তম রিপোর্টে বর্তমান আইনের বহু ধারা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এই কমিশনের দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে ২০০২ সালে লোকসভায় শুধু একটি প্রস্তাবাই গৃহীত হয়।
তবে শুধু আইনের পরিবর্তনই সমস্যার সমাধান নয়। আইনের সুপ্রয়োগ তখনই সম্ভব হবে, যখন তার ধারক ও বাহকদের মধ্যে পূর্ণভাবে সমাজ-সচেতনতা আসবে বলেও রায়ে মন্তব্য করা হয়।
ব্যক্তি চায় অসৎ আনন্দ, কিন্তু সমাজ চায় তাকে আটকাতে। কিন্ত এ কেমন সমাজ যা ভুল পথের যাত্রীকে উৎসাহ যোগায় ?
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন