পুরুষের "দায়েমী ফরজ" দুইটি ও নারীদের "দায়েমী ফরজ" পাঁচটিঃ

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৭ এপ্রিল, ২০১৪, ১২:০২:০৩ দুপুর



→ পুরুষের "দায়েমী ফরজ" দুইটিঃ

=================

১। সর্ব অবস্থায় ঈমানী হালতে থাকা।

২। সতর আবৃত রাখা, (নাভী হতে হাটু পর্যন্ত)

→ নারীদের "দায়েমী ফরজ" পাঁচটিঃ

==================

১। সর্ব অবস্থায় ঈমানী হালতে থাকা।

২। সতর আবৃত রাখা, ( মাথার চুল হতে পায়ের পাতা পর্যন্ত )

৩। পর্দা করা।

৪। নিচু স্বরে কথা বলা।

৫। স্বামীর আমানতের হিফাজত করা।

আল্লাহ আমাদেরকে যথাযথ ফরয আদায় করার তাওফিক দিন।

আমীন।

বিষয়: বিবিধ

১৫০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File