গ্রেফতারের আগে এমপি রনির বক্তব্য

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৫ জুলাই, ২০১৩, ০১:৩০:৪৭ দুপুর



আমার জামিন বাতিল হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমার একটি বিশ্বাস ছিল- যে সব রাষ্ট্রীয় দূর্নীতি এবং ব্যক্তি বিশেষের অন্যায় ও অবিচার সম্র্পকে আমি সরব ছিলাম তার ‍সাথে সরকারের কোনো সংযোগ নেই। নির্বোধের মত এই বিশ্বাসের পিঠে সোওয়ার হয়ে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু আজ সেই বিশ্বাসে চীড় ধরেছে। যেভাবে জামিনটি বাতিল হল- তা স্বাধীন বাংলাদেশে ত নয়-ই, পাকিস্তান আমলেও ঘটেনি। আমি ধন্যবাদ জানাচ্ছি শাহবাগ থানা কর্তৃপক্ষ এবং ঢাকার মহামান্য সিএমএম সাহেবকে। আমার মাননীয় প্রধানমন্ত্রীকেও আমার অন্তরের অন্তর স্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি- আমাকে জেলে পাঠানোর মাধ্যমে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি মাইল ফলক স্থাপন করার জন্য। আমার শাস্তির বিনিময়ে হলেও শেয়ার বাজার চাঙ্গা হোক, সাগর-রুনির হত্যাকারী ধরা পড়ুক এবং প্রিয় দলটি আবার ক্ষমতায় আসুক, দেশবাসী শান্তিতে থাকুক।

আজ মনে হচ্ছে, আমার মত অর্বাচীন যেন কারো সন্তান না হয় কিম্বা কোনো স্ত্রী যেন এমন স্বামী না পায়! কোনো সন্তানের যেন এমন পিতা না থাকে! পবিত্র রমজান মাসের রোজা অবস্থায় আমি যে, দূর্ভোগের শিকার হলাম তা যেন কোনো শত্রুর কপালেও না ঘটে।

বিষয়: বিবিধ

১৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File