আমিই সকল ধ্বংসের মূল কারন

লিখেছেন লিখেছেন েনেসাঁ ১২ জুন, ২০১৩, ০৪:১০:১৯ বিকাল



আমি শব্দটি বড়ই স্বার্থপর শব্দ। তার সাথে আছে আমার। এই শব্দগুলোকে কেমন যেন ব্যক্তিকেন্দ্রিক ও সংকীর্ন মনে হয়। জীবনে ভাল কিছু করতে হলে আমাদেরকে এই সংকীর্নতাকে অতিক্রম করতে হবে। শুধু আমি বা আমাকে নয় ভালবাসতে হবে আমাদেরকে। যখন আমরা শুধু আমার চিন্তা না করে আমরা বা আমাদের চিন্তা করব তখন তা হবে মহৎ কাজ।

আজ আমাদের দেশে ক্ষমতায় যেই যাক না কেন সকলের চিন্তা একই থাকে। শুধু মানুষ বদল হয়। চিন্তা একটাই আমি কিভাবে বড় হব, আমার পরিবার কেমনে বড় হবে, কেমনে সারা জীবন আমি ও আমার পরিবার ভাল থাকব। কিন্তু তারা জনগনকে কখনও নিজের পরিবার ভাবে নি। যদি জনগনকে নিজের পরিবার ভাবতে পারত তাহলে অনেক অসাধ্য কাজ সাধন করা সম্ভব ছিল। তারা সবাই ক্ষমতার শেষ পর্যায়ে এসে ক্ষমতা হস্তান্তরে তাল-বাহানা করে। কারন তারা জনগনকে ভালবাসেনি।এই জন্যই তারা জনগনকে ভয় পায়, এই জন্যই এত তালবাহানা।তাদের সৎ সাহস নেই জনগনের মুখোমুখি হওয়ার।

আমরা যদি ইসলাম ধর্মের দিকে তাকাই তাহলে দেখব, এখানে প্রত্যেকটি বিষয়কে শুধু নিজের জন্য নই বরং সকলকে গুরুত্ব দেয়া হয়েছে। সালাত কায়েম করতে বলা হয়েছে। এখানে শুধু নিজে আদায় করলে হবে না, কায়েম করা অর্থাৎ সবাইকে আদায়ের মাধ্যমে সামাজিকীকরন করা হয়েছে। সমাজকে গুরুত্ব দেয়া হয়েছে।

শুধু নিজে বেশী খাব, বেশী পড়ব এই ধরনের চিন্তাকে ইসলাম নিষেধ করেছে। ঘোষনা করেছে ধনীর সম্পদে গরীবের হক আছে। জাকাত ব্যবস্থার কথা বলা হয়েছে। জাকাতের অর্থ সংগ্রহ করে সুষম বন্টনের মাধ্যমে সমাজের দারিদ্র বিমোচন সম্ভব। অথচ বিশ্ব মোড়লেরা দারিদ্র বিমোচনের জন্য হাবু-ডুবু খাচ্ছেন, কোন উপায় খুজে পাচ্ছেন না। যদি চিন্তা সৎ থাকত তাহলে এটা কোন সমস্যায় নয়। এমন অনেক বিষয় আছে।

তাই আমাদের আমিত্বকে বিসর্জন দিতে হবে। বলতে হবে, আমি এই সমাজে, এই দেশে জম্মেছি বলে আমি শুধু এই সমাজের, এই দেশের নই, আমি সকলের, আমি বিশ্বের।

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File