আমার মাথা কি ঠিক আছে ? বুঝতে পারি না ।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৩ জুন, ২০১৩, ০৩:৪০:০৬ দুপুর
আমি কি সুস্থ ? আমি যদি সুস্থ মস্তিকের মানুষ হই, তাহলে আমার প্রতিনিধি সুস্থ মস্তিকের হবে এটাই স্বাভাবিক। আর আমি যদি সুস্থ মস্তিকের না হই, তাহলে আমার প্রতিনিধি কি হবে বলুন তো ? স্বাভাবিক ভাবে অসুস্থ হবে। তাই মাঝে মাঝে চিন্তা হয় আমি কি সুস্থ ? দেশের যে বর্তমান পরিস্হিতি তাতে নিজেকে আমি অসুস্থ ভাবতে শুরু করেছি। আমি যদি সুস্থ হতাম তাহলে আমার প্রতিনিধিরা এমন অসুস্থ কথা বলা ও অসুস্থ কাজ করতে পারত না।
আমি যেহেতু লিখতে পড়তে পারছি তাহলে আমি মনে হয় একেবারে অসুস্থ নই। আমি নিজেকে অসুস্থ ভাবি কখন ? যখন আমাদের প্রতিনিধি এম,পি -মন্ত্রীরা পাগলের প্রলাপ বকে। যখন শুনি ,
শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কালো টাকার মালিক ও ঠকবাজরা,
৪০০০ কোটি টাকা কিছুই না,
নিজ দলের লোকজন অপরাধ করলে হয় সে পাগল নাহলে সে আমার দলের কেউ না।,
নবী (সাঃ) কে ধর্মনিরপেক্ষ বলা,
আবার যেখানে ইসলামে নারী নেতৃত্ব হারাম সেখানে একজন নারী হয়ে মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা করেন,
আবার কেউ দরজা ধাক্কা দিয়ে ৮ তলা বিল্ডিং ভাঙ্গেন,
শুধু এই সরকার নয় বিগত সরকারের এম,পি-মন্ত্রীরাও এমন বেফাঁস কথা বলেছেন,
আল্লাহ্ র মাল আল্লাহ্ ই নিয়ে গেছে,
we are looking for শত্রুজ, আরও অনেক।
এসব কথা কি কোন সুস্থ মস্তিকের ব্যক্তি বলতে পারে ?
তাই ভাবি, আমার প্রধানমন্ত্রী, মন্ত্রী, এম,পি রা এই ধরনের কথা বললে নিজেকে বড় অসুস্থ মনে হয়।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন