আমার ভয় হয়, আমি কি মুনাফিকের দলে চলে গেলাম না তো ?
লিখেছেন লিখেছেন েনেসাঁ ১১ মে, ২০১৩, ০৩:৫০:৩৪ দুপুর
আমি একজন বাংলাদেশের সাধারণ মুসলিম নাগরিক। আমি ইসলাম বলতে কলেমা, নামাজ, রোজা, হজ্জ, যাকাত, মিলাদ এই সব বুঝি। এ সবের বাইরে যে আরও কিছু বিধান কোরআনে এসেছে যা আমাদের জন্য ফরজ বা অবশ্যই পালনীয় সেই বিষয়ে আমি অজ্ঞ, কারণ ক্লাশের পড়া ছাড়া আমার পক্ষে কোরআন-হাদিসের শিক্ষা গ্রহন করা তেমন একটা হয়ে ওঠেনি। তবে কিছুদিন হলো কিছু ইসলামী বই পাঠ করে কিছু বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে। যেমন প্রয়োজনীয় এলেম অর্জন, পর্দার বিধান, আল্লাহর জমীনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করা অর্থাৎ কোরআনকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে স্বীকৃতির সংগ্রাম করা।
আমি প্রান্তিক জনগোষ্ঠীর অর্ন্তভুক্ত হওয়ার দরুন রাজনীতি নিয়ে আমার তেমন কোন মাথা ব্যথা নেই। আমার দু’মুঠো ভাতের ব্যাবস্থা হলেই যথেষ্ট। কিন্তু গত ৬ ই মে, ২০১৩ মিতিঝিলের ঘটে যাওয়া ব্যাপারটি আমাকে মর্মাহত করেছে। যে আন্দোলনের জন্য সকল মুসলমানের (সরকারী ও বিরোধীদল) অংশগ্রহন করা উচিৎ ছিল। আজ সেই আন্দোলনে এক মুসলমান অপর মুসলমানের উপর হামলা করছে। আমাদের মুসলিম জনগনের অগ্রবর্তী দল হিসাবে যারা চক্রান্তের স্বীকার হয়ে শাহাদাৎ বরণ করল তারা কি কখনও আমাদের ক্ষমা করবেন? আমাদের দাবীগুলো নিয়ে আন্দোলনে যাওয়াটাই তাদের জন্য কাল হয়ে দাড়াল। আমরা তাদেরকে সম্মুখে ঠেলে দিয়ে, তাদেরকে শাহাদাৎ বরণ করতে বাধ্য করে, আমরা পিছুটান দেয়ার দায়ে দায়ী হব নাতো ? মহান আল্লাহ্ আমাকে ক্ষমা করবেন তো ? আমি মুনাফিকদের দলে চলে গেলাম না তো ?
বিষয়: বিবিধ
১৩৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন