লালমনিরহাটের সীমান্তে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশী নিহত! আর কত আমরা চুপ করে বসে থাকবো?

লিখেছেন লিখেছেন কথার_খই ৩১ মার্চ, ২০১৩, ০৪:৫৪:০০ বিকাল

কপি পোষ্ট

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে আজ সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে এক বাংলাদেশী কৃষক নিহত হয়েছেন। তার নাম সিরাজুল ইসলাম (৩৫)। নিহত সিরাজুল উপজেলার লতাবর গ্রামের আবুল হোসেনের ছেলে।

জেলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট বিওপি এলাকার চন্দ্রপুর সীমান্তের ৯১৩ নম্বর মেইন পিলারের ৮-এসের সাব-পীলার সংলগ্ন মালদহ নদীর পাশে নোম্যান্স ল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানান, আজ সকালে মালদহ নদীর পাশে নোম্যান্স ল্যান্ড এলাকায় গরু নিয়ে যাবার পথে ভারতীয় কুচবিহার জেলার কাইতারবাড়ি বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ৫ রাউন্ড ছোঁড়ে। গুলির শব্দ শুনে সিরাজুল ইসলাম নোম্যান্স ল্যান্ড থেকে দৌড়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করার সময় তার কোমরে গুলি লাগে । এতে ঘটনাস্থলেই সিরাজুল মারা যায়।

লালমনিরহাট-৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহবুবার রহমান পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এছাড়া বিজিবি বুড়িরহাট বিওপি’র নায়েব সুবেদার মোহন মিয়াও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বিজিবি দইখাওয়া ক্যাম্পের সুবেদার শাহ আলম জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতীয় কাইতারবাড়ি বিএসএফ ক্যাম্পে প্রতিবাদ চিঠি পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকালে নিহতের লাশ লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে । এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে। । এদিকে বিএসএফর হাতে একের পর এক গুলি বর্ষনের ঘটনায় সীমান্ত এলাকার অধিবাবাসীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

বিষয়: বিবিধ

৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File