আমি ঐক্য, ধর্য্য ও সততার কথা বলছি.........
লিখেছেন লিখেছেন কথার_খই ৩০ মার্চ, ২০১৩, ০১:২৭:৪২ রাত
আমি ঐক্যের কথা বলছি যেটা
আল্লাহও রসুলকে ভালোবাসার ঐক্য,
জাহান্নাম মুখী কর্ম বাদ দিয়ে
জন্নাত মুখী হোক আমাদের কর্মের লক্য।
আমি ধর্য্যের কথা বলছি যেটা
আমাদের ভুল থেকে রাখবে দূরে,
ভুল থেকে বাঁচতে পারলে'ই কেবল
সত্য গুলো দৃড় হবে আমাদের অন্তরে।
আমি সততার কথা বলছি যেটা
অন্যের হক নষ্ট থেকে আমাদের রাখবে বিরত,
যে কোন অন্যায়ের বিরুদ্ধে যেন
আমরা না হই নত।
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন