সত্যের আলো ছড়াবো আমরা মিথ্যের শক্তি গুলো পায়ে দলে, ন্যায়ের জন্য জড়ো হবো আমরা প্রতিনয়ত সত্যের ছায়া তলে। কোন নাস্তিক এই লেখাটি পড়বেন না!

লিখেছেন লিখেছেন কথার_খই ২৪ মার্চ, ২০১৩, ০২:৩৭:৩৪ রাত

ঘুমানোর সময় নয় এখন

সময় এখন ঐক্য গড়ার,

ন্যায়ের পথে চলবো আমরা

অন্যায়ের কাছে মানবোনা হার।



আলেম নামের কিছু কুলাঙ্গারের অপপ্রচার

ভাঙ্গতে পারবেনা আমাদের মনবল,

আমাদের ঐক্য আমাদের সততা

কুলাঙ্গারের বুকে জ্বালবে অনল।



সত্যের আলো ছড়াবো আমরা

মিথ্যের শক্তি গুলো পায়ে দলে,

ন্যায়ের জন্য জড়ো হবো আমরা

প্রতিনয়ত সত্যের ছায়া তলে।



সত্যের পথে যদি আসতে চাও

জানাই হে পথিক তোমায় স্বাগতম,

সত্য ন্যায়ের জন্য লড়াই করে

যাবে যাক মোর ধম।



ঐক্যবদ্ধ হব, ঐক্য ধরে রাখবো

এটাই হোক সত্যের জন্য প্রতিঙ্গা,

সত্যের পথে চলতে গিয়ে

নয় আর অবহেলা নয় আর অবঙ্গা।



সত্যের উপর সচল থাকবো

যত দিন দেহে থাকবে নিঃশ্বাস,

সত্যের আলো দিয়ে সমাজে

গড়বো ন্যায়ের আবাস।





بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

লিখতে জানেনা তারা আবার নিজেদের মূলদ্বারর মুসলিম

দাবী করে নিজেদের ভন্ডদের চিনে রাখুন!!!



বিষয়: বিবিধ

১৪৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File