আমাদের বক্ষ জুড়ে কি তবে- হয়ে গেছে শয়তানের বসবাস? আমরা কেন ভাবিনা সবাইকে এক দিন হতে হবে লাশ?
লিখেছেন লিখেছেন কথার_খই ২২ মার্চ, ২০১৩, ১২:১৭:০৮ দুপুর
আমরা দৈনন্দিন চলার পথে
প্রশংসা করি কার ?
এক মাত্র মহান আল্লাহ
সমস্ত প্রশংসার দাবীদার ।
আমাদের মুখে প্রশংসার খই পুটে
প্রতিনিয়ত শয়তানের পক্ষে !
আল্লাহর প্রশংসা করার ঢেউ
কেন উঠেনা আমাদের বক্ষে ?
আমাদের বক্ষ জুড়ে কি তবে-
হয়ে গেছে শয়তানের বসবাস ?
আমরা কেন ভাবিনা সবাইকে
এক দিন হতে হবে লাশ ?
লাশ হলে দেহের মূল্য কি
ভেবেছি কি কখনো আমরা ?
দেহকে সাজতে দেহের চাহিদা-
মেটাতে- হয়েছি আমরা দিশাহারা !!
আমাদেরকে আত্থার প্রতি
দিতে হবে নজর ,
আত্মার চাহিদা মেটালে মিলবে
আখেরাতে শান্তি সুখের ঘর ।
শান্তি সুখের ঘর পেতে হলে আখেরাতে
আত্মাকে করতে হবে মূল্যায়ন !
না হয় হারাবে 'জীবন' উদ্দেশ্যের
সব চেয়ে মূল্যবান ধন !
মানুষ মানুষের কাজ দেখে
করে যদি প্রশংসা ,
প্রশংসা পাওয়া মানুষের মনে
তৈরি হয় হিংসা ।
হিংসার কারনে সমাজে সৃষ্টি হয়
আঘাত প্রতি আঘাত !
তা দেখে শয়তান স্বাদ নেয়
চুপি চুপি দিন রাত ।
------------------------------------------------
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন