মুসলিম পরিচয় দিতে হলে শিকার করতে- হবে মোহাম্মদ (সাঃ) ছিল রাষ্ট নায়ক, ইসলামে রাজনীতি নেই যারা বলে তারা সুবিধাবাধী তারা অগুসিত নাস্তিক।
লিখেছেন লিখেছেন কথার_খই ২২ মার্চ, ২০১৩, ০৩:৪৩:১৮ রাত
ইসলামের কথা বললে আমাদের
শুনতে হয় মৌলবাদী অপবাদ!!
ইসলামের বিরোধীতা করতে পারলে
নাকি তাদের লাগে স্বাদ!!
তারা আবার নিজেদের দেয়
মুসলিম হিসাবে পরিচয়!
আমাদের প্রশ্ন তারা কি নিজেরা-
নিজেদের বিরোধী নয়??
আল্লাহর কাছে নিজেকে সম্পর্ন করা'ই হল
মুসলিম শব্দের মূল অর্থ,
রাজনীতিতে ইসলাম থাকতে পারবেনা -
জোর গলায় দেয় তারা শর্ত!!!
মুসলিম হতে হলে জীবনের-
প্রতিটি ক্ষেত্রে মানতে হবে আল্লাহকে,
আল্লাহকে না মেনে মুসলিম যারা দাবী করে
বলা যায় তারা ভূগছে অসুখে।
মুসলিম হিসাবে পরিচয় দিতে হলে
নামাজ পড়তে হবে দিতে হবে যাকাত,
নামাজের কথা গুলো মানলে দৈনন্দিন জীবনে
আখেরাতে কাজে আসবে আমাদের হায়াত।
আমাদের পাওয়া হায়াত টুকু-
আল্লাহকে মেনে চলার জন্য সৃষ্টি,
আল্লাহর কথায় কেন নেই
মুসলিম নামের মানুষের দৃষ্টি।
মানুষ হিসাবে গর্বিত আমি
আমার পরিচয় এক জন মুসলিম;
আল্লাহর কথা জানতে এবং-
মানতে আমাদের চেষ্টা অপরিসিম।
আমরা কোর'আন ও সহি হাদীস
অনুযায়ী সাজাতে চাই জীবনের সকল ক্ষেত্র,
ইসলামকে রাজনীতির বাইরে রাখার
চেষ্টা শয়তানের মহা চক্র!!!
মুসলিম পরিচয় দিতে হলে শিকার করতে-
হবে মোহাম্মদ (সাঃ) ছিল রাষ্ট নায়ক,
ইসলামে রাজনীতি নেই যারা বলে
তারা সুবিধাবাধী তারা অগুসিত নাস্তিক।
নাস্তিকের গলাবাজিতে যখন দেখি
কিছু মুসলিম বিভ্রান্ত হয়,
কোর'আন হাদীস পড়ার আহবান থাকলো
সবার প্রতি অত্যন্ত প্রীতিময়।
---------------------------------------------------------------
যদি আরো জানতে চান নিছে ক্লিক করুন, যদিও ব্লগ কৃতপক্ষ ব্লকটি ব্যন করেছে শাহবাগীদের সাথে এক মত না হওয়ায়!!!http://www.somewhereinblog.net/blog/abdur_rahimhappy/29764234
বিষয়: বিবিধ
৩৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন