সংবাদ মধ্যমে দেখি মুর্তি ভাঙ্গছে মন্দির ভাঙ্গছে প্রসাশন নীরব!! নাকি এই সব ইশারার কলকাটি নষ্ট রাজনীতির স্বার্থের অবয়ব?? ধর্মের পক্ষে বলতে চাই আমরা সবাই ধার্মীক হতে চাই, হিংসা চাইনা.....

লিখেছেন লিখেছেন কথার_খই ২২ মার্চ, ২০১৩, ০১:১৩:০৪ রাত

আমি ইসলাম ধর্ম পালন করি

আমি এক জন মুসলিম,

আমার প্রশ্ন মনে কেন মন্দির ভাঙ্গা

হচ্ছে একের পর এক,এটা কোন নিয়ম??

সরকারের নিরাপত্তা কর্মিরা

কি করে তাদের দায়ীত্ব কি??

নিরাপত্তা দিতে না পারলে

তাদের দায়ীত্বে রেখে লাভ কি??

স্বরাষ্টমন্ত্রী কি পারেনা প্রতিটি

মন্দিরে দু'জন করে পুলিশ রাখতে,

নাকি মন্ত্রী চাই শান্তির দেশে

সাম্প্রদায়ীক দাঙ্গা বাধাতে।

আমি দাবী জানাচ্ছি প্রতিটি মন্দিরে

নিরাপত্তা করতে জোরদার,

মন্দির, মূর্তি, কে ভাঙ্গে আগুন-

লাগায় সে যেন না পায় ছাড়।

সংবাদ মধ্যমে দেখি মুর্তি ভাঙ্গছে

মন্দির ভাঙ্গছে প্রসাশন নীরব!!

নাকি এই সব ইশারার কলকাটি-

নষ্ট রাজনীতির স্বার্থের অবয়ব??

ধর্মীয় অনভুতিতে আঘাত দিয়ে

রাজনীতির খেলা গ্রহন যোগ্য নয়,

স্বাধীন দেশে সকল ধর্মের মানুষ

মিলে মিশে বসবাস করতে চাই।

হিন্দু বুদ্ধ সবাইকে বলব

আপনারাও দেখুন সত্যটা কি,

ধর্ম নিয়ে চলছে কি কোন-

প্রকার শুভংকরের ফাঁকি।

.........................................................................

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File