একটি ডাকাতও যদি তার কাজ করতে গিয়ে মরে; তদন্ত হয় মামলা হয়, এত গুলো মানুষ খুন গনহত্যা ''মিড়িয়া'' মানব অধিকার কর্মিরা করে দিলো মাফ!!
লিখেছেন লিখেছেন কথার_খই ২১ মার্চ, ২০১৩, ০১:৫১:৩৯ রাত
রক্ত রক্ত খুনের পর খুন
মানবতা ক্ষত বিক্ষত,
মিডিয়া মানব অধিকার কর্মি
ফ্যসিবাদী সরকারের কাছে নত!
পুলিশ সহ ১৫০ জনেরও বেশি
প্রতিবাদী মানুষ নিহত হল স্বাধীন দেশে!
পোষ্টমর্ডাম হলনা ''বলো'' ন্যায়ের সমাজ
আছে কি সোনার বাংলাদেশে??
একটি ডাকাতও যদি তার কাজ করতে
গিয়ে মরে; তদন্ত হয় মামলা হয়,
এত গুলো প্রতিবাদী মানুষ মরে গেলো
মানব অধিকার লঙ্গন হয়না কি অদ্ভুদ বলয়।
লিমন এক জন, তার পায়ে গুলি, সে পঙ্গু ,
''মানব অধিকার লঙ্গন'' মিড়িয়ার দোড় ঝাপ,
এত গুলো মানুষ খুন গনহত্যা ''মিড়িয়া''
মানব অধিকার কর্মিরা করে দিলো মাফ!!
এটি কি নৈতিকতার অবক্ষয় নয়
বিজ্ঞানময় আধুনিক এই যুগে,
কেন আধুনিক মানুষের বিবেক ধ্বংসস্তুপ
স্বার্থনেষী দুষ্ট আবেগে???
এই রক্ত এই খুন সমাজের কাছে-
রাষ্টের কাছে বিচার চাই,
এই খুনের বিচার না হলে বিচার
ব্যবস্তায় প্রশ্ন দাড়ায় না কি ন্যায় কি অন্যায়??
ছবি গুলো
নেওয়া হয়েছে.....
বিষয়: রাজনীতি
২৩৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন