ধর্মনিরাপক্ষতাবাদকে প্রত্যাক্ষান করা ধর্ম বিশ্বাসিদের এক মাত্র শর্ত, লেখাটা ধর্মেরপক্ষে নাস্তিকদের জন্য নয়...
লিখেছেন লিখেছেন কথার_খই ১৯ মার্চ, ২০১৩, ০২:৪১:৪১ রাত
নৈতিক অধিকার আদায়
করতে আমাদের আন্দোলন,
অন্যায়ের পতন হয়
হলে ন্যায়ের আগমন।
অন্যায়ের নোংরা হাত ভেঙ্গে
যাবে আমাদের এই ঐক্যে,
ঐক্যই নিয়ে যাবে আমাদের কাংক্ষিত
নৈতিক অধিকার আদায়ের লক্যে।
অন্যায়ের বিরুদ্ধে ছুটে যাদের-
মন, এসো আমাদের সাথে,
বিচ্ছিন্ন হবোনা আমরা
অন্যায়ের কোন আঘাতে!
ধর্ম বিশ্বাস ধ্বংস করতে
শাহবাগে পরিকল্পিত অভিসার,
ধর্মদ্রোহী কাছে স্বার্থ পেয়ে
(আওয়ামী জাতীর) নিন্দনিয় হার।
আমরা মানিনি মানবোনা কখনো
ধর্মনিরাপক্ষতার নামে ধর্মে আঘাত,
গর্জে উটেছে বাংলার বুকে
লক্ষ লক্ষ তৌহিদী জনতার হাত।
ধর্মনিরাপক্ষতা মানে ধর্মদ্রোহী
শাহবাগ কর্ম কান্ডে মিলেছে প্রমাণ,
নাস্তিক রাজীবকে শহিদ উপদী দিয়ে
আওয়ামী লীগ নিয়েছে ধর্মনিরাপক্ষর গ্রান।
পাট্য বইয়েও পড়েছে ধর্মনিরাপক্ষতার
নামে ধর্মদ্রোহীতার প্রভাব,
মানুষ ধর্মদ্রোহী হলে তবে
আওয়ামী রাজনীতির'ই লাভ।
http://www.amardeshonline.com/pages/details/2013/03/08/190979
ধর্মনিরাপক্ষর মুখোশ
হয়ে গেছে উম্মুচিত,
ধর্মনিরাপক্ষতাবাদকে প্রত্যাক্ষান করা
ধর্ম বিশ্বাসিদের এক মাত্র শর্ত।
ছবি গুলো
নেওয়া ধন্যবাদ সবাইকে,
বিষয়: রাজনীতি
১৬০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন