জিন্দালাশ

লিখেছেন লিখেছেন কথার_খই ১৮ জুন, ২০১৬, ০৪:৪৯:২০ রাত



গণ গ্রেফতারের ফায়দা

লুটে নিলো ভারত,

দেখ হে জনগণ নেতারা

দেবার বেলায় কত মহৎ!!

Winking

গ্রেফতার বানিজ্য না হলে

ট্রানজিট নিয়ে হতো হইচই,

জনগণ আজো বোকা বোবা

নিরব নিস্তব্ধে আমরা অন্যায় সই!

Winking

আমাদের সম্পদ লুটে নিয়ে

যায় আমরা দেখেও দেখিনা,

মানবঅধিকার কমিশনারের মত

আমাদেরও এক চোখ কানা।

Winking

জঙ্গি জঙ্গি খেলা খেলে

বাংলার স্বার্থ দিলো বিকিয়ে,

আমরাতো আমাদের জায়গায়

আছি নিরব ঘুমের অভিনয়ে।

Winking

আমাদের ঘুম ভাঙবে যখন

উপায় থাকবে শুধু হাউহুতাশ,

দেশের স্বার্থ গেলোরে গেলো

আমরা বেঁচে আছি যেন জিন্দালাশ।

বিষয়: বিবিধ

১৫৭৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372350
১৮ জুন ২০১৬ সকাল ০৯:১৬
হতভাগা লিখেছেন : স্বাধীনতা পাইয়ে দেবার সুবাদে ভারত এখন তা সুদে আসলে উসুল করে নিচ্ছে

বাংলাদেশীদের ব্রেইন অনেক আগে থেকেই ওয়াশড্‌ করে দিয়েছে । তাই কেউই প্রতিবাদ করতে আসবে না ।
১৮ জুন ২০১৬ সকাল ১১:৩৫
309141
আবু জান্নাত লিখেছেন : স্বাধীণতার বদলা সূদ আসল সহ মুজিবের আমলেই পরিশোধ হয়েছে।

এখন যা নিচ্ছে তা হলো আওয়ামী লীগের ক্ষমতা পাইয়ে দেওয়ার বিনিময়। তাও আবার ঋণ অনেক আগেই শেষ হয়েছে, এখন চলছে চক্র সূদ।

372360
১৮ জুন ২০১৬ সকাল ১১:৩৫
আবু জান্নাত লিখেছেন : বাঙ্গালীকে ঘুমে রেখেই সব সাবাড় করবে, সিকিম কি আর এমনিতেই হয়ে যাবে!
৩০ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:১১
315252
কথার_খই লিখেছেন : ;(
৩০ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:১২
315253
কথার_খই লিখেছেন : Frustrated

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File