ঘটনা ঘটার আগেই প্রকাশক হত্যা রহস্য উদঘাটন করলেন হানিফ...!! মনে হয় গুরুরা দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্যই মিশন নিয়েছে!
লিখেছেন লিখেছেন কথার_খই ০১ নভেম্বর, ২০১৫, ১২:৪৭:৪৪ রাত
'বিএনপি-জামায়াত ব্লগারদের উপর হামলা চালিয়েছে' - এমন দাবি করে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যারা এই ব্লগারদের উপর হামলা চালিয়েছে তারা আর কেউ নয়, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়, বিএনপি এবং জামায়াত-শিবিরের খণ্ডিত অংশ বিভিন্ন নামে এসব ঘটনা ঘটাচ্ছে। আনছারউল্লাহ বাংলা টিম, হুজি বা হরকাতুল জিহাদ বিভিন্ন নামে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।
কুষ্টিয়া শহরে নবনির্মিত জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, কাউকে হামলা করে নিহত করে এবং আহত করে পার পাওয়া যাবে না। তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে।
এসময় তিনি আরো বলেন, আশা করি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব তাড়াতাড়ি অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনবে। যাতে করে কেউ আর এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে সাহস না পায়।
বিষয়: বিবিধ
১৮৭২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যতদিন না যুক্তরাষ্ট্র বলবে বাংলাদেশে জঙ্গীতে গিজগিজ করছে - জামাত-বি.এন.পি. জঙ্গী, আর হাসিনা জঙ্গী নির্মূলের একমাত্র ভরসা - ততদিন হাসিনা সরাসরি নির্দেশে এরকম খুন খারাবী করাতেই থাকবে।
এখনকার খুন খারাবি হাসিনার সরাসরি তত্ত্বাবধানে, মনিটরিংয়ে হচ্ছে এ'তে একবিন্দু সন্দেহ নাই।
এই মহিলার দাতে জিহবায় মানুষের রক্ত।
তা নাহলে এমন পাগলামে কথা শুনতেই হবে বারেবার!
মন্তব্য করতে লগইন করুন