সিনেমাটি চালু হল..... দেখুন দেশবাসী সিনেমা দেখুন যুদ্ধাপরাধ সিনেমা.....!

লিখেছেন লিখেছেন কথার_খই ০১ অক্টোবর, ২০১৫, ১২:৪৬:১৮ রাত



X

Xxx

Xxxxx

Xxxxxxxx

......১

সকল যুদ্ধাপরাধীর রায় দিয়ে রায় কার্যকর করে বিচারটা শেষ করা প্রয়োজন দেশের স্বার্থে...। যুদ্ধাপরাধ নামের এই সিনামাটি শেষ হওয়া অবশ্যই জরুরী, দেশকে এগিয়ে নিতে হলে এই সিনেমাটি শেষ দৃশ্য দৃশ্যায়ান হওয়া দরকার।

যুদ্ধাপরাধ সিনেমাটি নিয়ে আওয়ামী নামের রাজনীতি যুগযুগ ধরে চলছেই, আওয়ামী রাজনীতির প্রধান অস্ত্র হলো যুদ্ধাপরাধ সিনেমা....!!

আওয়ামী রাজনৈতিকরা এক ধরনের গেমার যারা মানুষের জীবন নিয়ে খেলা করে... কয়দিন আগেও আওয়ামীলীগের প্রধান শেখ হাসিনার সন্তান নাস্তিকতার স্রোত দ্বারা সৃষ্টিকারী বাংলাদেশে জঙ্গি আছে এবং তা নির্মুল করতে আমেরিকার সহযোগিতা চেয়ে একটি কলাম লিখে......। যাতে একটি ছবি এড করা হয় যে ছবিটি বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিম উম্মাহর হূদয়ে ক্ষত তৈরী করেছে, কারন ছবিটিতে মুসলমানদের প্রাণের স্পন্দন এবং ধর্ম বিশ্বাসের মূল চাবিকাঠি "কালিমা" কে একটি প্রাণীর গায়ে এড করে ঘৃনা প্রদর্শিন করে।

ফলশ্রুতিতে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ নিন্দার ঝড় তুলে.....। প্রতিবাদ ও নিন্দার মুখে ছবিটি প্রত্যাহার করে নতুন ছবি আপলোড দিলেও সজিব ওয়াজেদ জয় এ নিন্দনীয় কাজের জন্য মুসলিম জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি।

দলকানা মানুষ নামের পশুরা হাসিনা পুত্র জয়ের পরিকল্পনা বুঝতে অক্ষম! !!

বাংলাদেশ নামের ভূখণ্ডে নাস্তিকতার বীজ রোপণ করেছে বিদেশী ভিন্ন ধর্মের একজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। কোরআনে স্পষ্ট আয়াত বলেছে তোমরা অবিশ্বাসীদের বিয়ে বন্ধনে আবদ্ধ করোনা, যতক্ষণনা সে ঈমান আনে।

কয়দিন আগে vip এরিয়ায় একজন ইতালিয়ান নাগরিক খুন হয়! খুনের আলামত নিউজ রিপোর্ট অনুযায়ী খুনটি হবার কিছু সময় আগেই অত্র এলাকায় লাইট বন্ধ ছিলো! !! লাইট বন্ধ করে খুন হবার কারন আমরা সাধারণ মানুষেরা অনুমান করতে পারি.....! আরো জানা যায় অত্র এলাকার সিসিটিভি ক্যামেরা খারাপ ছিলো অথবা বন্ধ করে রাখা হয়েছিল!

হাসিনা পুত্র জয়ের বাংলাদেশে জঙ্গিতত্ত্ব ও জঙ্গির আছে প্রমাণ করার জন্যই এই বিদেশী নাগরিক হত্যাকাণ্ডটি নয় কি? ? ?

ঘটনা ঘটালেও কেউ ওপেন দায় নিতে চাইনা আওয়ামী লীগও তাই......!! জঙ্গিতত্ত্বময় নিউজ রিপোর্ট দেখেছি অন্ধ আওয়ামী মিড়িয়ায়, আর এদিকে মন্ত্রির গলাবাজি এই হত্যাকাণ্ডে জঙ্গির হাত নেই......। আওয়ামী মিড়িয়ার প্রচারণা জঙ্গিরা খুন করেছে মন্ত্রী বললেন জঙ্গির হাত নেই....।

আজকে নাহয় ক্রিকেটিয় কথা নাই বললাম।

অন্যদিকে হত্যাকাণ্ডটি যেন ধামাচাপা দেয়া যায় সেই জন্য যুদ্ধাপরাধ সিনেমা........। পুর্নাঙ্গ রায় যুদ্ধাপরাধীর......। এতদিন চুপচাপ, , বিদেশী নাগরিক খুন হলো সিনেমাটি চালু হল। দেখুন দেশবাসী সিনেমা দেখুন যুদ্ধাপরাধ সিনেমা.....! উপভোগ করে মতামত দিতে ভুলবেননা।

বিষয়: বিবিধ

১৮৯৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343888
০১ অক্টোবর ২০১৫ রাত ০৩:৩৫
কাহাফ লিখেছেন :
বাংলাদেশী আম জনতা বিনোদন পিয়াসী ব্যাপকাকারে! উদ্ভুত যত বিষয়েও সমান তালে আগ্রহী! তাই শোষক শ্রেণী এমন সিনেমা বানাচ্ছে দিন কে দিন!!
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫৮
285298
কথার_খই লিখেছেন : ♬♬♬♬♩♩♩♩স্বার্থের সিনেমা!!! বাংলার উন্নতির সিনেমা নয়।
343897
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৫:৩৭
শেখের পোলা লিখেছেন : এ সিনেমাটির শুরু আছে শেষ নেই৷ চলতেই থাকবে যুগ যুগ ধরে৷
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫৯
285299
কথার_খই লিখেছেন : এই সিনেমা ছাড়া তারা অন্ধ। Crying
343913
০১ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৮
হতভাগা লিখেছেন : কারও পৌষ মাস কারও সর্বনাশ

এটা বাংলাদেশী আমজনতার জন্য পৌষ মাস হলেও জামায়াত-শিবিরদের জন্য সর্বনাশ

৭১ এ জামায়াত-শিবিরের লোকেদেরও পৌষ মাস এসেছিল , পরে সেটা সর্বনাশে রুপ নিয়েছে
০১ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:১৪
285318
কথার_খই লিখেছেন : কয়েকজন নেতাকে নিয়ে প্রতিপক্ষে রাজনীতি করার সুযোগ করে দেয়ার চেয়ে, সর্বনাশ মেনে নেয়াই শ্রেয়।


আওয়ামী লীগ যুদ্ধাপরাধ নিয়ে রাজনীতি করেই চলছে। যা দেশও জাতির জন্য হুমকি।
343923
০১ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫২
আবু জান্নাত লিখেছেন : দিন দিন কেমন যেন দেশটি ইসলাম বিদ্ধেশীদের আখড়ায় পরিণত হচ্ছে। তবে এর ফল কিন্তু এতো ভালো হবে না। তুরুস্কের জনক কামালপাশার নাম যেমন আজকের তুরস্কবাসী ঘৃণাভরে স্বরণ করে, ঠিক তেমনই এক সময়ে হাসিনা মুজিবের নাম ঘৃণা ভরেই স্বরণ করবে।
০১ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:১৭
285323
কথার_খই লিখেছেন : ইসলাম বিদ্ধেষী হতে পারলেই কেবল পশ্চিমা মিড়ায়ার বাহবা পাওয়া যায়, হাসিনা পুত্র জয়ও একই কাজ করেছে, দেশের কথা ভাবেনি শুধু নিজেদের ক্ষমতার কথা ভাবেছে......।
343930
০১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:০৩
আনিসুর রহমান লিখেছেন : You can't stop this movie untill the present anti-Islamic fasciest ragime is fall downn by the help of Allah ().
The regime get the hidden western support because of not their brutitlity but anti-Islamic nature
০১ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:১৮
285325
কথার_খই লিখেছেন : Tongue Crying
343969
০১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মুক্তিযুদ্ধ আর যুদ্ধাপরাধি দিয়া মানুষের পেট ভরান যায়না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File