বুঝি+++++++++ বুঝিনা খুঁজি+++++++++ খুঁজিনা!
লিখেছেন লিখেছেন কথার_খই ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩২:৫৭ রাত
যতদিন যায় সময়ের হাত ধরে
আমরা যাচ্ছি প্রতিদিন আঁধারে,
নিজেকে না বুঝে অন্যকে বুঝায়
নিজে অন্যায় করে খুঁজেছি ন্যায়।
কেউ বলি জঙ্গীতে চেয়েছে গেছে দেশ
কেউ বলে শ্রিংকলা নিদারুন বেশ,
কেউ বলে উন্নয়ন শুধু উন্নয়ন
কেউ বলে জনগণ আমার আপন।
কার কথা সত্য বুঝা বড় দায়
নিজের অন্যায় লুকিয়ে সবে খুঁজে ন্যায়।
নিজের অন্যায় দেখব আমরা যেদিন
বুঝব সেদিন প্রজন্মের কাছে রেখে যাচ্ছি ঋণ।
যদি না পারি প্রজন্মের কাছে ঋণ রাখতে
মৃত্যুর পরও আমাদের "হবে" তিক্তকথা শুনতে।
বিষয়: বিবিধ
১৪১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন