কর্তৃপক্ষ বিবেচনা করবেন এটাই রাখলাম প্রত্যাশা, প্রত্যাশার মাঝে লুকিয়ে আছে গভীর ভালোবাসা।

লিখেছেন লিখেছেন কথার_খই ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০২:২৬ রাত



সর্বচ্চো মন্তব্যকারীর লিষ্টটা কেন বারবার

পুকুরের পানির মত ঢেউ হীন হয়?

কেন যে মন্তব্যকারীদের মন্তব্যের

মূল্যায়নে বারবার বাঁধার সৃষ্টি হয়?

Rose Rose Rose Rose Rose Rose Rose

মন্তব্যকারীদের উপর কেন

কালবৈশাখী আঘাত হানে বারবার?

মন্তব্যকারীদের মূল্যায়নে কেন

কর্তৃপক্ষ হচ্ছেনা উদার??

Rose Rose Rose Rose Rose Rose Rose

মন্তব্যকারী ব্লগের প্রাণ

ব্লগার মাত্রই তা বুঝে.....!

পরিশ্রমের লেখাটির ভালো মন্ধ দিক

প্রকাশ পায় মন্তব্যের মাঝে।

Rose Rose Rose Rose Rose Rose Rose

ব্লগারদের চাওয়া টুকু কেন পূর্ণ

করবেনা ব্লগ কর্তৃপক্ষ?

সুস্থ সংস্কৃতির বিকাশিত হোক

এটাই ব্লগারদের লক্ষ্য।

Rose Rose Rose Rose Rose Rose Rose

লেখার সুস্থতা বুঝা যায়

পক্ষ বিপক্ষে মন্তব্যের মাঝে,

কাজের সঠিক মূল্যায়ন না হলে

মন বসেনা সেই কাজে!!!

Rose Rose Rose Rose Rose Rose Rose

কর্তৃপক্ষের নজরদারি জন্য

আজকের ছন্দময় দুটি কথা,

সমাধান হলেই ব্লগারদের মাঝে

ফিরে আসবে সতেজতা।

Rose Rose Rose Rose Rose Rose Rose

কর্তৃপক্ষ বিবেচনা করবেন

এটাই রাখলাম প্রত্যাশা,

প্রত্যাশার মাঝে লুকিয়ে

আছে গভীর ভালোবাসা।

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341335
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাদের সমালোচনায় এগিয়ে যাবে টুডে ব্লগ ,,ধন্যবাদ
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২৮
282762
কথার_খই লিখেছেন : জানিনা কি হয়! কর্তৃপক্ষের উপর ছেড়ে দেয়া...।
341338
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:০১
আবু জান্নাত লিখেছেন : গঠনমূলক সমালোচনার জন্য ধন্যবাদ, আশাকরি মডারেশন প্যানেল এ বিষয়ে একটু নজর দিবেন। ধন্যবাদ
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২৯
282763
কথার_খই লিখেছেন : নজর দিলেই হয়....।
341352
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২০
আব্দুল গাফফার লিখেছেন : যারা ব্লগে নিয়মিত উনারা সবাই ব্লগের ছোট খাট সমস্যা গুলোর বিষয়ে অবগত । কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব আছে বলে মনে হয়না ।তার পরেও দেখা যাক । অনেক ধন্যবাদ
341361
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৪১
কাহাফ লিখেছেন : ফলের প্রত্যাশা ছাড়া কর্ম পু্র্ণতা পায় না সব সময়!হোক না তা যেন-তেন প্রকার!
ব্লগও এর এই নিয়মের বাহিরে নয়!
মডুদের দৃষ্টি আকর্ষণ করুক সুন্দর ছন্দময় উপস্হাপনা-এই চাওয়া!!
341374
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:০৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ঐ এলাকাতো কোন নড়চড়া করছেনা।
তবে আপনার কবিতা সেইরকম হইছে।
341385
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৩৩
নাবিক লিখেছেন : আমার একনম্বর স্হান আপনে কাইড়া লইতে চান। এগুলান কিন্তু ভালা কাম না। Tongue Big Grin
341396
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কর্তৃপক্ষের বিবে+চনার এখনো সেদ্ধ অয় ন। সেদ্ধ অওনের পরে আবার বিশুদ্ধ ঘি দিয়ে বুননের প্রয়োজন আছে। ততক্ষণে আন্নে আমার ইয়ানে আইয়া পড়েন।

আমি এই বার জাতে উঠেছি। আশা করি প্রথম পুরুস্কার আমিই পাবো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File