মাজারে গিয়ে (((লেংটা পীর))) ও খাদেমকে গলা কেটে হত্যা!!

লিখেছেন লিখেছেন কথার_খই ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৭:৫৯ রাত



চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার একটি মাজারে পীর ও খাদেমকে গলা কেটে হত্যা করেছে এক দুর্বৃত্ত। আজ শুক্রবার দুপুরে আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।

নিহতরা হলেন মাজারের পীর রহমত উল্লাহ, যিনি ‘ল্যাংটা ফকির’ নামে স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন এবং খাদেম আবদুল কাদের।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য স্থানীয়দের বরাত দিয়ে এনটিভি অনলাইনকে জানান, দুপুরে জুমার নামাজের সময় অপরিচিত এক দুর্বৃত্ত মাজারে প্রবেশ করে। মাজারে ঢুকেই দুর্বৃত্ত পীরকে গলা কেটে হত্যা করে। এরপর বেরিয়ে যাওয়ার সময় মাজারে মূল ফটকে খাদেম আবদুল কাদেরকে হত্যা করা হয়।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এ সময় ককটেলের আঘাতে আহত হয় তিন এলাকাবাসী।

কেন এ ঘটনা ঘটেছে তার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার। তিনি আরো জানান, খুব অল্প সময়ের মধ্যে একজন দুর্বৃত্ত এ কাজটি করেছে। জুমার সময় সবাই নামাজে ছিলেন। ফলে এ সময়টিকে কাজে লাগিয়েছে দুর্বৃত্ত।

সূত্র এন টিভি।✘✘✘✘✘✘✘✘

বিষয়: বিবিধ

২৬৪৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339606
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫১
280944
কথার_খই লিখেছেন : ধন্যবাদ।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৭
280996
প্যারিস থেকে আমি লিখেছেন : কি ভালো লাগলো ।
339607
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পির বাবা জুমার নামাজে না গিয়ে কি করছিলেন!!!
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫১
280945
কথার_খই লিখেছেন : ওনার যা কাজ তা হয়তো করছিলেন!
339615
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৭
হতভাগা লিখেছেন : আনসারুল্লাহ বাংলা টিম কি এখনও পর্যন্ত কোন answer করে নাই এই ব্যাপারে ?
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫২
280946
কথার_খই লিখেছেন : এটা কিন্তু ব্লগার হত্যাকাণ্ড নহে!
339617
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫২
নাবিক লিখেছেন : হিহ নেংটা পীর! দুনিয়া থিইকা ১টা ভণ্ডের বিদায় হলো। আরও কিছু মানুষ গোমরাহ হওয়া থেকে বেঁচে গোলো।
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৩
280947
কথার_খই লিখেছেন : Rolling on the Floor Tongue
339618
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০২
শিকারিমন লিখেছেন : ওরা কি মুক্তমনা বিজ্ঞান মনস্ক পীর নাকি ?
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১০
280954
কথার_খই লিখেছেন : লেংটা পীর!!! মুক্তমনা না হলে লেংটা কি ভাবে হয়? ??
339641
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৫৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি আমার পোস্টে একটি প্রশ্ন রেখেছিলেন।জবাব দিতে গিয়ে কোন ফাকে যে আপনারটা ডিলেট হয়ে গিয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি চাইলে আবার মন্তব্য করতে পারেন, আমি জবাব দেব ইনশা আল্লাহ।
০৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩২
281066
কথার_খই লিখেছেন : ধন্যবাদ, আপনার পোস্টটি আমি দেখেছি! আমার আপত্তি দূর হয়েে যাওয়াতে আর কোন মন্তব্য করিনি। আপনি সুন্দর সময় উপযোগী পোস্ট দিয়েছিলেন আবারো ধন্যবাদ।
০৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০৯
281069
প্যারিস থেকে আমি লিখেছেন : কিন্তু ওখানে আপনার কোন মন্তব্য নেই।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৬
281133
কথার_খই লিখেছেন : ভই এ বিষয়ে আমি আগে ভিন্ন আকারে লিখেছিলাম! কিন্তু সমাধান হয়নি! আপনার লেখাও অভিঙ্গদের মন্তব্যে স্টিকিতে পোস্ট এসেছে বলে মনে হচ্ছে।

আপনার সাথে ফেসবুকে কথা হবে। ধন্যবাদ।
339643
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:২১
কাহাফ লিখেছেন : ঘটনা থেকে বুঝা যায় 'পীর' নামের এই ভন্ডরা জুমার নামাজও পড়ে না!
এই হত্যাকান্ড কে নেতিবাচক হিসেবে নিতে পারছি না!!
০৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩২
281067
কথার_খই লিখেছেন : হত্যাকাণ্ড হত্যাকাণ্ডই!
339777
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৮
আবু জান্নাত লিখেছেন : কিছু আগাছা এভাবেই উপড়ে ফেলা ভালো।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৪
281132
কথার_খই লিখেছেন : এটা সমাধান নহে.....!! এসব ভন্ডদের সরকারি উদ্যোগে ব্যবস্থা নেয়া দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File