জাফর ইকবাল এর বিষয় নিয়ে সামু ব্লগ সম্পাদক এর ব্লগ পোস্ট!!! শিক্ষক অবমাননা এবং আমাদের বিজ্ঞানমনস্কতা

লিখেছেন লিখেছেন কথার_খই ৩১ আগস্ট, ২০১৫, ০১:০০:৩৪ রাত

লেখাটি পড়ে একটি মন্তব্য করতে চেয়েছিলাম! কিন্তু আমাকে মন্তব্য করা থেকে বিরত রাখায় ওনার লেখাটি প্রিয় টুডে ব্লগে শেয়ার করলাম!!

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক বা ব্লগে ঢুকলেই আপনি আজকের দিনের আলোচিত ঘটনাটি সম্পর্কে জানতে পারবেন। তাই এই সম্পর্কে নতুন করে তেমন কিছু বলার ইচ্ছে করছে না। ছোটমুখে শুধু এইটুকু বলতে চাই, আমাদের শিক্ষকরা যদি উপযুক্ত সময়ে ছাত্র পিটিয়ে মানুষ না করতে পারেন, তাহলে ছাত্ররা একসময় বড় হয়ে দানব হবে এবং শিক্ষকদের পিটাবে। এটা কোন হাইপোথিসিস নয়, এটা উদহারন সহ প্রমানিত।

তবে, আজকের দিনে সবচেয়ে হাস্যকর এবং নির্মম ব্যাপার হচ্ছে যারা এতদিন দানবের মাথায় ছাতা ধরেছিল, তারাই আজকে কলমকে লাঠি বানিয়ে গর্জন করছেন। আবারও প্রমানিত হলো, থুতু উপরের দিকে মারলে তা নিচের দিকে আসবেই। এখানে ধর্ম টর্ম খোঁজার সুযোগ নাই, এটা স্রেফ বিজ্ঞান, অভিকষর্জ ত্বরণ। একটু বিজ্ঞানমনস্ক হলেই আপনি বুঝবেন যে ত্বরণের সাথে পতনের সম্পর্ক অনেকটা সমানুপাতিক। যত উঁচুতে উঠবে, তত জোরেই মাটিতে আছড়ে পড়বে।

জাফর ইকবাল স্যারকে সহানুভুতি দেয়ার জন্য আরো অনেকেই আছেন। আমাদের মত সাধারন মানুষের কথা স্যারের কাছে পৌছাবে না। আমি নিশ্চিত, স্যার এখন অন্তত জেনেছেন যে শেখার কোন শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ শেখে। এই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে উপযুক্ত সময় যদি কেউ সাদাকে সাদা আর কালোকে কালো না বলতে পারে, তাহলে বিপর্যয়ই ডেকে আনে, সফলতা নয়।

জাফর ইকবাল স্যার দেশের জন্য বিদেশের সম্মানজনক চাকরী, আরাম আয়েশের জীবন ছেড়ে এসেছেন। দেশপ্রেমের এই উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেও কাউকে নিগৃহীত হতে দেখাটা ভীষন কষ্টের। এটা স্যার না বুঝুক, আমরা অন্তত বুঝি।

সামু ব্লগ সম্পাদক এর লেখা সামুতে....

বিষয়: বিবিধ

১১৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338738
৩১ আগস্ট ২০১৫ রাত ০২:৪৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মন্তব্য করে আসলাম
338762
৩১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৫৪
হতভাগা লিখেছেন : http://www.amardeshonline.com/pages/details/2015/08/31/299866

গলায় দড়ি দেবার মত সাহস জাফর স্যারদের কি আছে ?
338802
৩১ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৪
শান্তিপ্রিয় লিখেছেন : সত্য ও বাস্তবতা স্বীকার করাই প্রকৃত মানুষের কাজ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File