লটারি..... মদ.....জুয়া.... মূর্তিপুজা এবং কোরআন.....

লিখেছেন লিখেছেন কথার_খই ১৭ আগস্ট, ২০১৫, ০৯:২২:০১ রাত





লটারি লটারি ড্র ড্র

আওয়াজ শুনি হাট বাজারে ,

লটারির টাকা পবার লোভে মানুষ

যাচ্ছে আলো থেকে আঁধারে ।

Happy

আঁধার পথের যাত্রী হতে

করে মানুষ শয়তানকে অনুসরন ,

আখেরাতে কোন কাজে আসবেনা

লটারি জুয়া'র অর্জিত ধন ।

Happy

মোহান আল্লাহ জুয়া হারাম করেছে

রোজগারের উত্তম উৎস বলেছে ব্যবসাকে ,

সুদ, লটারি জুয়া'র সাথে তবু মনুষ

শয়তানের দোকায় আজো আছে আটকে ।

Happy

শয়তানের ঐ সব কাজ থেকে

আসতে হবে ফিরে !

আমাদের অবস্তান হোক আলোতে

কখনো নয় আঁধারে ।

Happy

আলোর পথ ধরতে হলে জানতে হবে

মূর্তিপুজা মাজার পূজা শয়তানের কাজ ,

ইবাদত পাওয়ার এক মাত্র মালিক-

আল্লাহ , এটাই হোক প্রতিদিনের আওয়াজ ।

Happy

আমি আওয়াজ করতে চাই শুনতে-

চাই দিন শুরুর আযানে ,

নামাজে হাজির হতে চাই

মুয়াজ্জিনের রোজ আহবানে ।

Happy

আমি যেন না দিই ছাড়া

শয়তানের কোন কৌশলে ,

আল্লাহ তুমি শক্তি দাও শয়তানের

কাজ রুখতে একান্ত মনের বলে ।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336515
১৭ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৪
হতভাগা লিখেছেন : মানব কল্যানে টাকা সংগ্রহ করার জন্য যদি লটারী ধরা হয় - সেটা কি ঠিক হবে ?
১৭ আগস্ট ২০১৫ রাত ১০:১৫
278358
কথার_খই লিখেছেন : গবেষণার বিষয়....!!
336516
১৭ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৪
নারী লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
১৭ আগস্ট ২০১৫ রাত ১০:১৬
278359
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File