স্ত্রী নয়, আশামনির সাথে লিভ টুগেদার করতেন ব্লগার নিলয়!!! একটি স্টাট্যাসে ও তার নীতির প্রতিফলন.... ভিডিও সহ...
লিখেছেন লিখেছেন কথার_খই ১০ আগস্ট, ২০১৫, ০১:৫৯:৩৭ রাত
স্ত্রী নয়, আশামনির সাথে লিভ টুগেদার করতেন ব্লগার নিলয় ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায়ের (নিলয়) গ্রামের বাড়ি পিরোজপুরের চলিশায় চলছে শোকের মাতম। এই মাতমের মধ্যেই সাংবাদিকদের সাথে তার মা-বাবা দাবি করলেন নিলয় বিয়ে করেনি।
?
?
?
আর তার বোন জয়শ্রী চট্টোপাধ্যায় গোপা দাবি করেন,‘ নিলয় বিয়ে করেছে এই খবর আমরা জানিনা’।
ভিডিও ( ১) দেখুন এবং বুঝতে চেষ্টা করুন কেন নিলয় খুন হলেন!!এদিকে আশামণি নিজেকে নিলয়ের স্ত্রী দাবি করলেও গোয়েন্দাদের তদন্তে বেরিয়ে আসছে থলের বিড়াল, গোয়েন্দাদের তথ্য মতে তারা আসলে স্বামী-স্ত্রী নয়। তারা বন্ধু, একসঙ্গে থাকতেন।
নিলয়ের খালা সাথী চট্টোপাধ্যায় একমাত্র বোন জয়শ্রী চট্টোপাধ্যায় ও আত্মীয়-স্বজনরা দাবি করেছেন, ঢাকায় নিলয়ের সঙ্গে যে মেয়েটি (আশামণি) নিলয়ের স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে সে তার স্ত্রী নয়। ওই মেয়েটিকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, পুলিশি জিজ্ঞাসাবাদে তার মুখ থেকেই হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।
ভিডিও (২) এটা দেখলে হয়তো আরো চিন্তা ভাবনার রাস্তা উমুক্ত হবে...... নাম প্রকাশ না করার শর্তে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, বন্ধু মিঠু, স্ত্রী আশামণি ও তার বোন তন্নীকে তারা কয়েকটি প্রশ্ন করতে চান। এই প্রশ্নোত্তর থেকেও নিলয় হত্যার রহস্য উদঘাটন হতে পারে।
বিষয়: বিবিধ
১৫৯৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রহস্য খুলতে শুরু হয়েছে ব্লগার নীলয় নীল হত্যার, লিভ টুগেদার করার কারনেই খুন দাবি নয়ন চ্যাটার্জির
ন্যাংটো সাজুর সঙ্গে আশামনির মদ্যপানঃ
নয়ন চ্যাটার্জি
পশুত্বের সর্বনিম্ন পর্যায়ে এরা!
এদের থেকে এর চেয়ে কি-বা আশা করা যায়!
মন্তব্য করতে লগইন করুন