টুডে ব্লগের সম্পাদক আমি প্রতিযোগিতার লেখা গুলো যাচাই বাচাই ও নির্বাচনের দায়িত্ব নিয়ে পড়েছি বিপাকে.....
লিখেছেন লিখেছেন কথার_খই ২৫ জুন, ২০১৫, ০৬:০৮:০৬ সকাল
আমি টুডেব্লগ সম্পাদকের মনের কথাটি বলে দিতে চাই....!
প্রতিটি মানুষের লজ্জা নামের কিছু জিনিস থাকে যা সবাই প্রকাশ করতে পারেনা! তাই দায়িত্বটা আমি নিলাম।
কারনঃ-
১/ আবস্তান গত কারন।
২/ব্যর্থ হয়ে প্রকাশ করতে না পারর কারন।
৩/চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যাবার কারন।
৪/হামলার শিকার হয়ে আহত হবার কারন।
৫/ইচ্ছে এবং সামর্তের অভাব।
৬/ব্যস্ততার কারন।
৭/মনে অবহেলা আসার কারন।
৮/প্রযুক্তিগত কারন।
ইত্যাদি.... ইত্যাদি..... ইত্যাদি.... কারনে ব্লগ কর্তৃপক্ষ প্রতিয়োগিতার আহবানে সাড়া দিয়ে অংশগ্রহনকারী ব্লগারদের লেখা গুলো একত্রিত করতে অক্ষম হয়েছেন!!
তাই..... বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত ব্লগারদের প্রতি..... আপনারা যারা প্রতিযোগিতায় লেখা পোস্ট করেছেন তারা সবাই আপনার লেখাটি এডিট করে প্রতিযোগিতায় যুক্ত করে দিন!!! হয়তো ব্লগারবৃন্দ বিরক্ত হবেন! বিরক্ত হয়ে লাভ নেই আপনারা জানেন প্রতিযোগিতা চলাকালীন সময়ে আপনাদের প্রিয় টুডেব্লগে অশুভ শক্তির কুনজর পড়ে ছিলো...... সুতরাং বিরক্তি না বাড়িয়ে কাজের কাজটি করে দেন প্লিজ।
আরো একটি বিষয় আপনাদের অবগতির জন্য জানানো দরকার প্রতিযোগিতা চলাকালীন সময়ে টুডেব্লগের প্রতিযোগিতার লেখা গুলো এক সাথে রাখার যে অপসন রাখা ছিলো সেটতে প্রযুক্তিগত সমস্যা ছিলো.... আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রতিযোগিতার ১ম পাতায় লেখা দেখা যেত ২য় পতায় লেখা দেখা যেতনা।
এখন অবশ্যই ২য় পাতায় লেখা দেখাচ্ছে.....।
প্রতিযোগিতা পোস্টের ছবি গুলো দেখাচ্ছে না ডমেইন পরিবর্তনের কারনে... তাই আপনার আপলোড কৃত ছবি সংগ্রহে থাকলে এডিট করার সময় ছবিটিও আপলোড করে লেখার সাথে যুক্ত করে দিন।
ধন্যবাদান্তে.....!
আপনাদের অপ্রিয়....ব্লগার....
%%%%%%%%%কথার_খই%%%%%%%%%
আজকের লেখার শিরোনাম ও ছবি সম্পূর্ণ ফান...! ✘✘✘✘ আরো একটু বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন.... http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4081/kala/66161#.VYtHinOoVAg
বিষয়: বিবিধ
১৪৮৬ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
:D/
আমি হলাম প্রথম কমেন্ট পাখি,
সবার আগে ইমো দিয়ে তাইতো আমি ডাকি
প্রতিযোগিতায় আমার কোন লেখা নেই কেন,
মডু মামা মডু মামি ভয় পাবেন না জেন
কথার_খই ভাইয়া আমায় দিয়েছে সমাধান,
মডু মামা মডু মামি আপনারা ঘুমান
আমি ঘুমাতে যাচ্ছি
উত্তর দিবে কে নো ঘুম
কথার_মুড়ি পেতনি
এখন মনে পড়ে
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/3323/HOTOVAGA/65716
দেইখেন আমারটা যেন আসে
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/10481/4341216/65870#.VYuipVIpUdU
প্রিয় লেখকঃ আমার প্রিয় লেখক একজন জীবন্ত কিংবদন্তী, সালাম হে প্রিয়...
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/10481/4341216/65748#.VYujRlIpUdU
আমি এই দুইটি লিখা লিখেছিলাম।
প্রতিযোগিতার জনয লিখেছি !!!
http://www.monitor-bd.net/blog/bloggeruploadedimage/kala/1435220640.jpg" />
মন্তব্য করতে লগইন করুন