টুডে ব্লগ প্রতিযোগিতা.... ব্লগারদের সাথে একটি নির্ঘাত প্রতারণা...!

লিখেছেন লিখেছেন কথার_খই ১৬ জুন, ২০১৫, ০৪:৫৫:১১ বিকাল

প্রতিযোগিতা নাম দিয়ে জুলানো হয়েছে মূলা...... বাস্তবতা নিন্দনীয়।



এই স্কৃনসর্ট প্রতিটি ব্লগারেরা বিরক্ত।

ব্লগারদের লেখা গুলো যেন গরু এসে খেয়ে পেলেছে...!

একমাসের ব্লগ প্রতিযোগিতা শেষ! কিন্তু নোটিশবোর্ড এখনো জুলছে কোন ঘোষণা ছাড়া।

সমাধান চেয়ে এই আগেও পোস্ট দিয়েছিলাম কিন্তু সমাধান হয়নি।

http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4081/kala/65752 এই লিংকে আগের সেই অভিযোগটি আছে।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326159
১৬ জুন ২০১৫ বিকাল ০৫:০৬
অবাক মুসাফীর লিখেছেন : এর মধ্‌যে প্রতারণার কি পাইলেন?? অব্‌যবস্থাপনা বলতে পারতেন...!
১৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২১
268490
কথার_খই লিখেছেন : দৃষ্টিভঙ্গি ব্যবধান!!!
326163
১৬ জুন ২০১৫ বিকাল ০৫:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এর মধ্যে যে সাইট ব্লক এবং ডোমেন চেঞ্জ এর মত ঘটনা ঘটে গেছে সেটা খেয়াল করবেন না!!
১৬ জুন ২০১৫ বিকাল ০৫:৪৪
268463
অবাক মুসাফীর লিখেছেন : ভাই, ডোমেইন চেঞ্জের ঘটনা কিছুদিনের, কিন্তু ২য় পৃষ্ঠায় প্রতিযোগিতার পোস্ট না আসার সমস্‌যা একেবারে প্রথম থেকেই...
১৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২২
268494
কথার_খই লিখেছেন : Surprised Crying
326199
১৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
শেখের পোলা লিখেছেন : আমার মত চুনোপুঁটির কোন সমস্যা বা অভিযোগ নেই৷
১৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
268495
কথার_খই লিখেছেন : একমত
326201
১৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া!
১৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
268505
কথার_খই লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওরাহামতুল্লাহ....
326203
১৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : শিক্ষিত মানুষের কথাবার্তা একটু ভেবেচিন্তে বলা উচিত। আপনার শিরোনামটা শিক্ষিত মানুষের বার্তা বহন করেনা। ব্লগ কর্তৃপক্ষ ব্লগ বানিয়েছেন আমাদের জন্যই। সেখানে তারা প্রতারণা করে কি ফায়দা লুটবেন সেটা ব্যাখ্যা করলে ভালো হতো। সার্ভার, হোষ্টিং, ডিজাইন সম্পর্কে না জানলেও সেগুলো ঠিকঠাক করতে ঠিক কত সময় সে সম্পর্কে সম্যক ধারণা রাখি। ১০ দিন ১৫ দিন পর পর সরকার ব্লগটি বন্ধ করে দিচ্ছে। সাথে সাথে কর্তৃপক্ষ নতুন ডোমেইনে চলে যাচ্ছে। নতুন ডোমেইনে গেলে পুরাতন ডোমেইনের সবকিছু ট্রান্সফার করতে অবশ্যই সময়ের দাবি রাখে। আর ট্রান্সফার যারা করেন তারা অবশ্যই ফ্রি মানুষ নয়।

তাই সবকিছু বিবেচনা করেই আমাদের কথাবার্তায় আরো সতর্কতা ও ভদ্রতা বজায় রাখা উচিত।
১৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
268507
কথার_খই লিখেছেন : অভদ্রতা আপনি খোঁজেলে চলবেনা ওনারা খোঁজ পেলেই আমি সফলতা অর্জন করব। ধন্যবাদ আপনাকে। শুভ ব্লগিং...
১৭ জুন ২০১৫ রাত ০২:২৯
268604
আফরা লিখেছেন : লাল-নীল ভাইয়া আপনার কথার সাথে একমত ।তবে আমার লিখাটা ফিরত না পর্যন্ত কথার_খই ভাইয়ার কথাও ঠিক আছে ।

দুইজনকেই ধন্যবাদ ।
১৭ জুন ২০১৫ রাত ০২:৪৭
268609
কথার_খই লিখেছেন : কথার খই পুঠানো বন্ধ করি দিমু!
326210
১৬ জুন ২০১৫ রাত ০৮:০৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই, একটু সবর করেন, হয়তো উনাদের টেকনোলোজিকেল কোন কারনে এমন হতে পারে।
১৬ জুন ২০১৫ রাত ০৮:২৪
268518
কথার_খই লিখেছেন : পোস্টে দেয়া লিংকে একবার গুরে আসুন। ধন্যবাদ।
১৬ জুন ২০১৫ রাত ০৮:২৪
268519
কথার_খই লিখেছেন : পোস্টে দেয়া লিংকে একবার গুরে আসুন। ধন্যবাদ।
326277
১৭ জুন ২০১৫ রাত ০১:০০
এ,এস,ওসমান লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
১৭ জুন ২০১৫ রাত ০১:২৮
268589
কথার_খই লিখেছেন : Don't Tell Anyone Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File