যে ৭টি রোগে ঢেঁড়স কাজ করে ঔষধের মতন

লিখেছেন লিখেছেন কথার_খই ১০ মে, ২০১৫, ০১:৪৮:১৪ রাত



ঢেঁড়স ভাজি, ঢেঁড়সের তরকারি পছন্দ করেন না এমন লোক পাওয়া কঠিন। গ্রীষ্মকালীন এই সবজিটির ফলন আমাদের প্রচুর। ঢেঁড়স দেখতে অনেকটা নারীর সরু কোমল আঙুলের মতো হওয়ায় একে ‘লেডিস ফিঙ্গার’ ডাকা হলেও এর প্রকৃত ইংরেজি নাম Okra।

ঢেঁড়স অত্যন্ত পুষ্টিকর ও ঔষধিগুণ সম্পন্ন। আপনার হয়তো জানা নেই ঢেঁরস সুস্বাস্থ্যের জন্য কতোটুকু গুরুত্ব রাখতে পারে। আসুন জেনে নেই কোনসব অসুখে ঢেঁড়স ঔষধের মতো কাজ করে।

১। হাঁপানিতে উপকারী: ঢেঁড়স হাঁপানী রোগে খুব উপকারী। প্রাচীন হারবাল চিকিৎসায় হাঁপানি রোগ সারাতে ঢেঁড়সকে ঔষধ হিসেবে ব্যবহারা করা হয়েছে। ঢেঁড়স বীজের তেল শ্বাসকষ্ট কমাতে পারে।

২। ডায়াবেটিস নিয়ন্ত্রণে: ব্লাড সুগার কমাতে ঢেঁড়সের তুলনা নেই। প্রতি ১০০ গ্রাম ঢেঁড়সে রয়েছে ০.০৭ মিলিগ্রাম থায়ামিন, ০.০৬ মিলিগ্রাম নিয়াসিন, ০.০১ মিলিগ্রাম রিবোফ্লাভিন। যা ডায়াবেটিক রোগীর স্নায়ুতন্ত্রে পুষ্টি সরবারাহ করে সতেজ রাখে। তাই ডায়াবেটিক রোগীদের প্রতিদিন খাবার পাতে রাখা উচিত ঢেঁড়স।

৩। প্রোস্টেট গ্রন্থির অসুখে: ঢেঁড়সের একটা দারুন ঔষধিগুণ হলো এইট প্রসাবের প্রবাহ বৃদ্ধি করে। এতে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি কমে যায়। ঢেঁড়স পানিতে সেদ্ধ করে তরল পিচ্ছিল পদার্থ ছেঁকে পান করলে প্রস্রাবের প্রবাহ বাড়বে।

৪। কোষ্ঠকাঠিন্য দূর করে: ঢেঁড়সে রয়েছে প্রচুর আঁশ। আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে। সহজে হজম হয় বলে বিপাকক্রিয়ায় সহায়তা করে।

৫। ত্বকের যত্নে: ঢেঁড়স ত্বকের জন্য খুব উপকারি। ঢেঁড়স খেলে ব্রণ কম হয়। ত্বকের ময়লা পরিষ্কার করে। রক্ত চলাচল বৃদ্ধি করে বলে, ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়।

৬। হাড় ও দাঁতের যত্নে: প্রতি ১০০ গ্রাম ঢেঁড়সে রয়েছে ৬৬ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১.৫ মিলিগ্রাম লোহা। ফলে ঢেঁড়স হাড়কে মজবুত রাখে। দাঁত ও মাড়ির রোগেও ঢেঁড়স উপকারী।

৭। চুলের যত্নে: চুলের ঢেঁড়সের রয়েছে প্রাকৃতিক ব্যবহার। ঢেঁড়সকে প্রাকৃতিক কণ্ডিশনার হিসেবে ব্যবহার করা যায়। চুল পড়া কমায়, চুলের উজ্জ্বলতা বাড়ায়।

পাঠকগন, সুস্বাস্থের খাতিরে ঢেঁড়স রাখুন প্রতিদিনের খাবার তালিকায়। এটি আপনাকে দেবে অসুস্থতা থেকে সুরক্ষা।

অৎস অনলাইন

বিষয়: বিবিধ

৩৩০১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319120
১০ মে ২০১৫ রাত ০২:২০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।
ঢেঁড়স আমার খুব প্রিয় একটি সব্জি। ভাজি, ভর্তা, ঝোলে- ডালে সবজায়াগায় ঢেঁড়স পারফেক্ট টেস্ট! উপাকারিতা জেনে আরো ভালো লাগলো! শুকরিয়া!
১০ মে ২০১৫ রাত ০৯:৩৭
260409
কথার_খই লিখেছেন : ওয়ালাইকুমসালাম, ধন্যবাদ।
319139
১০ মে ২০১৫ রাত ০৩:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ
১০ মে ২০১৫ রাত ০৯:৩৮
260410
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
319141
১০ মে ২০১৫ রাত ০৩:২৯
প্রবাসী মজুমদার লিখেছেন : আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় ঢেড়সকে নিয়ে অজানা অনেক কিছু লিখার জন্য। ভাল লাগল। আপনি কি হারবাল বিষয়ে পড়ালিখা করেন..........?
319150
১০ মে ২০১৫ সকাল ০৬:১৬
মেজর রাহাত০০৭ লিখেছেন : আমি ডেরস খাই না। পিছলা পিছলা লাগে
319155
১০ মে ২০১৫ সকাল ০৭:০৯
শেখের পোলা লিখেছেন : অজানা বেশ কিছু তথ্য জানানোর জন্য ধন্যবাদ৷
319168
১০ মে ২০১৫ সকাল ০৯:৪৮
মোস্তফা সোহলে লিখেছেন : ঢেঢ়সের এত গুন আগে জানা ছিলনা।জানানোর জন্য ধন্যবাদ
319174
১০ মে ২০১৫ সকাল ১০:১২
বৃত্তের বাইরে লিখেছেন : ঢেড়স ভেজানো পানি ডায়বেটিস রোগীদের জন্য অনেক উপকার শুনেছি। ধন্যবাদ আপনাকে
319217
১০ মে ২০১৫ দুপুর ০২:৪৯
আবু জান্নাত লিখেছেন : প্রতিদিন খাওয়া তো আর সম্ভব নয়। তবে মাঝে খাই। শেয়ার করার জন্য ধন্যবাদ।
319256
১০ মে ২০১৫ বিকাল ০৫:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাাঁচা মরিচ পুদিনা দিয়ে কচি ঢেঁরস এর ভুনা অতি প্রিয় খাবার!
১০
319417
১১ মে ২০১৫ বিকাল ০৪:৪০
জোনাকি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১১
320730
১৮ মে ২০১৫ সকাল ১০:৪২
সান বাংলা লিখেছেন : অনেকের জবাব-ইতো দিলেন না!তা আপনি কি ডাক্তার,কবিরাজ নাকি হারবাল বিশেষ-অজ্ঞ?
পোষ্টে পিলাচ..
১৮ মে ২০১৫ দুপুর ০৩:৪০
261923
কথার_খই লিখেছেন : :D/ Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File