ইসলাম বিদ্ধেষী অভিজিৎ মরে গিয়ে হইয়া গেল জিহাদি!!! হাউ লুল

লিখেছেন লিখেছেন কথার_খই ০৫ মার্চ, ২০১৫, ০১:১২:৩৩ রাত



জিহাদ হচ্ছে মূলত আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে, তার নির্দেশিত বিধান মোতাবেক সমাজের অন্যায়, অবিচার, মিথ্যা দূরিকরণ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে জালিম ও জুলুমের বিপক্ষে লড়াই করাকে বুঝায়। অন্য ধর্মকে আঘাত করা বা অন্যায়ভাবে অন্য ধর্ম বিশ্বাসীর জান, মাল বা বিশ্বাসে আঘাত করাকে জিহাদ বলে না। আর যারা জিহাদ করে তাদেরকে বলে মুজাহিদ। জিহাদ করতে গিয়ে যারা মৃত্যু বরণ করেন তাদেরকে বলে শহীদ, আর যারা জীবিত ফিরে আসেন তারা হচ্ছে গাজী। ইসলামে শহীদের সম্মান সর্বোচ্চ স্থানে। তাই শহীদ শব্দটি একমাত্র ইসলামেরই নিজস্ব। কারণ শহীদ হতে হলে প্রথম শর্ত হিসেবে ইসলাম ধর্মে বিশ্বাসী হতে হবে এবং আল্লাহর প্রতি আনুগত্য এনে জিহাদে অংশগ্রহণ করতে হবে।

মজার ব্যাপার হচ্ছে ইদানীং অনেক মূর্খ, অশিক্ষিত উগ্রবাদী নাস্তিক নির্লজ্জভাবে সারা জীবন ইসলাম ও মুসলমানের ক্ষতি করে, গালাগাল করে, আল্লাহ ও রাসুলকে অবমাননা করে কুত্তার মত মরার পর শহীদ উপাধি ধারণ করে সম্মানিত হতে চায়। যা পুরা লুলীয় ব্যাপার

এদের কর্মকান্ড দেখে মনে হয় পৃথিবীর সকল নাটক মঞ্চস্থ হয় বুঝি বাংলাদেশে!! উৎস এখানে

https://m.facebook.com/photo.php?fbid=426774890821938&id=100004682922742&set=a.108915709274526.19879.100004682922742&source=48

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307288
০৫ মার্চ ২০১৫ রাত ০৩:৪২
sarkar লিখেছেন : যেই মালাউন রা অভিজিৎ রায় কে শহীদ বলে সেই মালাঊনদের কে দুঢ়রা মারা উচিৎ।
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৩
248634
কথার_খই লিখেছেন : হ্যাঁ কিন্তু ওদের সহয়োগী ক্ষমতায়....
307295
০৫ মার্চ ২০১৫ সকাল ০৬:৪৩
শেখের পোলা লিখেছেন : এটা হল ডিজিটাল শহীদ৷ থাবা বাবা,ও এই দলে,আরো অনেকেই পরে আসবে৷ যারা প্লাকার্ড ফেষ্টুন ধারী তাদের জন্য ইবলিশের কাছে এরা সুপারিশ করব৷
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৪
248635
কথার_খই লিখেছেন : ডিজিটাল সময়ে ডিজিটাল মন্তব্য..! ধন্যবাদ।
307319
০৫ মার্চ ২০১৫ দুপুর ১২:১৭
দ্য স্লেভ লিখেছেন : শহীদ..... Happy
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৫
248636
কথার_খই লিখেছেন : এটি নাস্তিকদের লজ্জার নাম......
307330
০৫ মার্চ ২০১৫ দুপুর ০১:২০
সজল আহমেদ লিখেছেন : কিছু কমুনা কিছু কইতেও চাইনা
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৬
248637
কথার_খই লিখেছেন : সজল ভাইয়া রাগের মাথায় কিছু না বলায় উত্তম.... সুতরাং ধন্যবাদ।
307355
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৬
আবু জান্নাত লিখেছেন : যে দেশে ভাষার জন্য মরলে শহীদ বলে, গণতন্ত্রের জন্য মরলে শহীদ বলে, নাস্তিক মরলে শহীদ বলে। সে দেশে একজন কট্টর হিন্দুকে শহীদ বলা স্বাভাবিক বিষয়। আরো কত নাকট দেখার বাকি।
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৭
248638
কথার_খই লিখেছেন : হাহাহাহাহাহা.....
307360
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৩
ইবনে আহমাদ লিখেছেন : শহীদ শব্দের অর্থ হল সাক্ষ্যি - এই অর্থের দিক থেকে সঠিক আছে। অভিজিৎ হল বাংলাদেশের নাস্তিকতা চর্চার পিতৃতুল্য ব্যক্তি।
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৭
248639
কথার_খই লিখেছেন : যুক্তি আছে আপনার কথায়।
307361
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৫
হতভাগা লিখেছেন : অভিজিত যদি জানতো যে তার মৃত্যুর পর তার চেলা চামুন্ডারা তার নামের আগে এমন একটা টাইটেল বসিয়ে দেবে যেটা কি না তার আজন্ম ঘৃনার ইসলাম ধর্মেই একটা উপাধি -- তাহলে বেচারা সে কি মুক্তমনা বলে নিজেকে পরিচয় দিত ?
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৯
248640
কথার_খই লিখেছেন : দিতনারে দিতনা Rolling on the Floor
307421
০৫ মার্চ ২০১৫ রাত ০৯:২৫
সজল আহমেদ লিখেছেন :
হতভাগা লিখেছেন :
অভিজিত
যদি জানতো যে তার
মৃত্যুর পর তার
চেলা চামুন্ডারা তার নামের
আগে এমন একটা টাইটেল
বসিয়ে দেবে যেটা কি না তার আজন্ম
ঘৃনার ইসলাম ধর্মেই একটা উপাধি --
তাহলে বেচারা সে কি মুক্তমনা বলে নিজেকে পরিচয় দিত ?

হাহাহা অপ্রিয় সৈত্য কতা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File