(((ত্যাগের প্রকৃত সুখ পেতে চাই আমি))) আমার সামনে একটি মাত্র রাস্তা.....

লিখেছেন লিখেছেন কথার_খই ২৮ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৮:৪৭ রাত



আমি আর পারছিনা সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে আমার, এবার আমি আমার চেষ্টা গুলো নিজের কাছে রেখে সবকিছু ত্যাগ করতে চাই!

এমনকি আমার কর্মময় জীবনের অর্জিত সম্মান টুকুও ত্যাগ করতে চাই, আমার জম্ম স্থানটিও ত্যাগ করতে চাই, আমার আত্মীয়তার বন্ধনও ত্যাগ করতে চাই।



(((ত্যাগের প্রকৃত সুখ পেতে চাই আমি))) পজেটিভ নেগেটিভ সবকিছুই আমি ত্যাগ করব!!!

কেউ প্রশ্ন করার প্রয়োজন নেই কেন আমি সবকিছু ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি!! আমার

অর্জন, আমার চেষ্টা, আমার আত্মীয়, আমার রক্তের বন্ধন, যেটাই বলি

আমার বিশ্বাসের সমস্ত স্তর ধ্বংস হয়ে গেছে!

আমার সামনে একটি মাত্র রাস্তা আছে তা কেবল মাত্র শুধু মাত্র ত্যাগ করা!

ত্যাগের স্বাধীনতাটা শুধু আমার কাছে আছে, ত্যাগের জন্যও আমি অন্য রকম বাঁধার স্বম্মুখিন হচ্ছি!! এ বাঁধা আমার অতিক্রম করতেই হবে, আমার অর্জিত নিজের নামের ১.২৫শতক যে জমি আছে তা বিক্রয় করে দেব। এটা বিক্রি করলে ১ লক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পাব, যদিও আমার প্রয়োজন ৪ লক্ষ টাকা! ৪ লক্ষ টাকা দিতে পারলে ত্যাগের যে আর্থিক বাঁধা তা দূর হয়ে যাবে। এই ত্যাগটুকু করতে পারলে আমার সব কিছুই ত্যাগ হয়ে যাবে, ৪ লক্ষ টাকা আমার জন্য অনেক বড় ব্যাপার এটা আমার অজান্তে আমার উপর তুলে দেয়া হয়েছে, আগে জানলে হয়তো টাকার অংকটা কম হতো!



শরীরের রক্ত বিক্রয় করলে যদি এই টাকা পাওয়া যায় তো রক্ত বিক্রি করব, যদি পযার্প্ত টাকা রক্ত বিক্রয়ে না পায় কি করব আমি জানিনা.... তবে এই ত্যাগ আমাকে করতেই হবে।

টাকা হাতে আসার আগেই

হয়তো একটি খাম পাঠানো উচিত হবে আমার......!

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297769
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১২
সালসাবীল_২৫০০ লিখেছেন : দুঃখিত! কিছুই মাথায় আসতেছেনা।
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০৮
241132
কথার_খই লিখেছেন : আগের লেখটি পড়েন নাই মনে হয়।
297781
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:০৪
বৃত্তের বাইরে লিখেছেন : ত্যাগেই প্রকৃত সুখ পেতে চাইলে এত আক্ষেপ/হতাশা কেন?
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০৯
241133
কথার_খই লিখেছেন : ত্যাগটা হতাশা থেকে তৈরী হয়েছে!
297791
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:০২
কাহাফ লিখেছেন :
অত্যন্ত সুন্দর শিরোনাম সন্দেহ নেই!
কিন্তু বিষয়টা বুজতে পারছি না কিছুই!!!
শুভ কামনা ব্লগার কথার খই!
আমার এক পরিচিত আছে-একটা কিডনী বিক্রি করবে! ওখান থেকে পার্সেন্টিজ নিতে পারেন চুক্তি করে!!টাকার সংস্হান হবে কিছুটা.........। Praying Praying Praying
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১০
241134
কথার_খই লিখেছেন : কিডনি বিক্রয় করা যায় নাকি?
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৯
241145
কাহাফ লিখেছেন : ধনবানদের কত কিছুর প্রয়োজন হয়! নষ্ট কিডনি প্রতিস্হাপন করতে হলে বিকল্প আর কী!
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
241148
কথার_খই লিখেছেন : একটা দাম কত? ধর্মে অনুমতি আছে কি?
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৮
241155
কাহাফ লিখেছেন : যার প্রয়োজন তার সামর্থানুযায়ী দাম!২/৫/১০লাখ আর কী! ধর্মে এটা হারাম! কিন্তু টাকার কাছে.........
297801
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:৩৫

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : অহেতুক পাগল সেজে মাল কামানোর ধান্ধা নাকি??
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১১
241135
কথার_খই লিখেছেন : ভুল ধরণা আপনার!
297827
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩৩
হতভাগা লিখেছেন : বাঙ্গালী মল-মূত্র ছাড়া আর কি ত্যাগ করতে পারে ?
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫১
241147
কথার_খই লিখেছেন : হতভাগা ভাই অপমান করলেন।
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৩
241151
হতভাগা লিখেছেন : সত্য কথা বলেছি ভাইজান
297957
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৪
আফরা লিখেছেন : ভাইয়া আপনার অনেক গুলো লেখা আমি আগে পড়েছি । আমার ধরনা আপনি খুবই পারিবারিক ঝামেলায় আছেন । ধৈর্য ধরে আল্লাহর উপর ভরষা করেন । ইনশা আল্লাহ ! আল্লাহ আপনার জন্য সব কিছু সহজ করে দিবেন ।
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০২:১৩
241278
কথার_খই লিখেছেন : নিজের মনের সাথে লড়ছি...! দোয়া করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File