জামাত-উল-মুজাহিদিনের নামে পোস্টার, হিন্দু যুবক আটক আটক অমিয় সরকার , ডানে হাতে লেখা পোস্টার

লিখেছেন লিখেছেন কথার_খই ০২ ডিসেম্বর, ২০১৪, ০৯:২০:৫১ রাত



জামাত-উল-মুজাহিদিনের নামে পোস্টার, হিন্দু যুবক আটক

আটক অমিয় সরকার , ডানে হাতে লেখা পোস্টার

অবশেষে রহস্য উন্মোচিত হল জামাতুল মুজাহিদিন'র নামে পোস্টার করার ঘটনার। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অমিয় সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে। কোলকাতার একটি কলেজের বি কম প্রথম বর্ষের ছাত্র ধৃত অমিয়।

গতকাল (সোমবার) তাকে গ্রেফতার করে কোলকাতার বিধাননগর কমিশনারেটের পুলিশ। অমিয়’র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ধারায় (পাবলিক মিসচিফ) মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার অমিয় সরকারকে আদালতে তোলা হবে।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিসি শিবানী তেওয়ারি জানান, ‘তদন্তে জানা যায় ১৯ বছর বয়সী ওই কলেজ ছাত্রের নাম। তবে এই ঘটনায় কোনো জঙ্গি যোগসূত্র পাওয়া যায়নি।’

গত ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাজারহাট থানা এলাকার বিষ্ণুপুরে একটি স্কুল সংলগ্ন দেওয়ালে হঠাৎ করেই জামাত-উল-মুজাহিদিনের নামে পোস্টার দেখতে পাওয়া যায়। তাতে ১৮ বছরের এক কিশোরীকে মানববোমা হিসাবে ব্যবহার করার হুমকি দেয়া হয়। দুটি মোবাইল নম্বরেরও ইঙ্গিত ছিল ওই পোস্টারে। এছাড়াও সাঙ্কেতিক ভাষা ব্যবহার করে একটি নাম ও ফোন নম্বর দেয়া ছিল ওই পোস্টারে।

হাতে লেখা ওই পোস্টারে বলা হয়েছিল, ‘তোমরা আমাদের আর আটকাতে পারবে না। আমরা পশ্চিমবঙ্গের সব জায়গাতে ছড়িয়ে আছি। ১৮-১৯ বছরের ছেলে মেয়েদেরকেই ব্যবহার করব। প্রথম বিস্ফোরণ করব শিয়ালদহ স্টেশনের কাছে। নজর রাখছি ১৮ বছরের একটি মেয়ের ওপর। যেকোনো সময় ধরে মানব বোমায় পরিণত করব। মেয়েটির ব্যাপারে সব জানি।’

এরপরেই সাঙ্কেতিক কয়েকটি নম্বর দেয়া হয় ওই পোস্টারে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এখন বলছে, ফেসবুকের বান্ধবীকে ‘শিক্ষা’ দেয়ার জন্য জেহাদি পোস্টার লাগিয়েছিলেন ওই যুবক। এই ঘটনায় জঙ্গি সংগঠনের কোনো হাত নেই বলে স্পষ্ট জানিয়েছে পুলিশ।

‘অনির্বাণ সেন’ নামে ফেসবুকের একজনের সঙ্গে আলাপ হয় অমিয়'র। প্রোফাইলের নাম পুরুষের হলেও ব্যবহারকারী আসলে ছিলেন একজন তরুণী। কিন্তু হঠাৎ করেই ‘ডিসেবেলড’ হয়ে যায় প্রোফাইলটি। চ্যাটে পাওয়া ফোন নম্বরটিও কাজ করেনি। এ কারণে মানসিক আঘাত পেয়েই নাকি ‘বান্ধবী’র ওপর প্রতিশোধ নিতে তার নম্বর দিয়ে পোস্টার সাঁটিয়ে দেয় ধৃত অমিয় সরকার। তাকে জেরা করে এমনটাই জানতে পেরেছে পুলিশ। #

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290678
০২ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যা আর কি????

হিন্দু হইলে জামেয়াতুল মুজাহিদিন হইতে পারবেনা এমন তো কোন কথা নাই!!!
290706
০২ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৪
সামসুল আলম দোয়েল লিখেছেন : তাই? ওরা বা এটা জঙ্গিগীরি নয়?
কী বলব! ব্লগেরও কান আছে।
290710
০২ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৯
তিমির মুস্তাফা লিখেছেন : কলকাতার পুলিশ দেখা যাচ্ছে ‘বাপের বেটা!
কোন হিন্দু যদি জঙ্গি পোস্টার লেখে বা বিলি করে- সেক্ষেত্রে সেটাতো ‘জমিয়তূল শিব সেনা’র পোস্টার হওয়ার কথা! বাংলাদেশেও যখন ‘জঙ্গীবাদ’র প্রমাণ খুঁজে পাওয়া যায়, এর পেছনে সত্যই কে আছে তা খুঁজে বের করার মত ‘নিরপেক্ষ পুলিশ কোথায়!
290740
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০৩
সালসাবীল_২৫০০ লিখেছেন : চমৎকার হয়েছে! ধন্যবাদ
290799
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০২:১২
দ্য স্লেভ লিখেছেন : এই ঘটনার জের ধরে জঙ্গী খুজতে ইতিমধ্যে র ঢাকায়। এমনকি তারা বহু কিছু খুজেও পেয়েছে....
290848
০৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:১৫
শেখের পোলা লিখেছেন : কোলকাতার পুলিশ এখনও পদলেহনের মজা পায়নি মনে হচ্ছে৷ সত্য প্রকাশ করার জন্য ওদের ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File