অবশেষে সহকারী জজ নিয়োগ দেয়া হয়েছে কিন্তু এই ৬৭ জনের মধ্যে২৩ জনই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের।

লিখেছেন লিখেছেন কথার_খই ২৪ নভেম্বর, ২০১৪, ১২:১০:১৪ রাত



অবশেষে সহকারী জজ নিয়োগ দেয়া হয়েছে ৬৭ জন অপেক্ষায় আছে আরও ১৩ জন। কিন্তু এই ৬৭ জনের মধ্যে ২৩ জনই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের। এমনিতেই আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে ভারত বানানোর অভিযোগ রয়েছে।এর উপর ৬৭ জনে ২৩ জন হিন্দু নিয়োগ দেয়ায় প্রশ্ন উঠেছে বাংলাদেশে মুসলমান সন্তানদের মেধা কি পড়তির দিকে নাকি আসলে অন্য কোন কিছু রয়েছে এর অন্তরালে? যদিও পুরো পুলিশ বাহিনিতে এখন অফিসারদের মধ্যে ইতিমধ্যেই প্রায় ৪৩ ভাগ হিন্দু নিয়োগের অভিযোগ উঠেছে। অনেকেই প্রশ্নও রেখেছেন হঠাৎ করে এই সকল পুলিশ অফিসার আমদানি হল কোথা থেকে? এরা কি সবাই আসলেই বাংলাদেশের নাগরিক? এমন সময় হটাৎ করে ৬৭ জন সহকারী জজের ২৩ জন হিন্দু হওয়ায় প্রশ্নটি আবারো জনমনে উঠছে। নিয়োগকারী সংস্থা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ৫ সদস্যের এই কমিশনে মোট ২ জন হিন্দু রয়েছেন। অন্যজন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল’ ফ্যাকাল্টির জনৈক বিশ্বজিৎ চান্দা। এক্স অফিসিও হিসেবে আছে প্রবল আওয়ামি লিগার এটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার আইন মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে ৬৭ জন সহকারী জজের নিয়োগ দিয়ে এই গেজেট প্রকাশ করা হয়। ২৫ নভেম্বরের মধ্যে তাঁদের কর্মস্থলে যোগদান করতে হবে। সপ্তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০১২ সালের ২৬ জুলাই। ওই বছরের ৮ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২০১৩ সালের ৩০ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ২৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিগত ৭ এপ্রিল ২০১৪ তারেখে জেএসসি/পনিদ/নিয়োগ-৭ম বিজেএস/১/২০১২/২০১৪ নম্বর স্মারকের সুপারিশের প্রেক্ষিতে নিম্নবর্ণিত নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে অস্থায়ি ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহাকারী জজ পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০০৯ এর বেতন স্কেলে ষষ্ঠ গ্রেডে ১৬০০০-৬০০x১৬-২৫৬০০ বেতনক্রম অনুসারে (১৪টি) শর্তে নিয়োগ করা হলো এবং পুনারাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত জেলার সহকারী জজ (শিক্ষানবিস) হিসেবে পাদয়ন করা হলো।’

একটি নিউজ পোর্টাল (রাইজিং বিডি ডট কম) যে তালিকা প্রকাশ করেছে সেই মোতাবেক নিয়োগ প্রাপ্ত সহকারী জজদের নাম ও কর্মস্থলঃ

সুব্রত ঘোষ শুভ-ময়মনসিংহ, মল্লিকা বসাক-চাঁপাইনবাবগঞ্জ, উপেন্দ্র চন্দ্র দাস-ঠাকুরগাঁও, পার্থ ভদ্র-দিনাজপুর, মানিক দাস-চুয়াডাঙ্গা, নয়ন বড়াল-যশোর, মো. আব্বাস উদ্দীন-নরসিংদী, মৈত্রী ভট্টাচার্য-কুমিল্লা, অমিত কুমার বিশ্বাস-নীলফামারী, রত্না সাহা-দিনাজপুর, সবুজ পাল-সিরাজগঞ্জ, অনুতোষ চন্দ্র বালা-দিনাজপুর, রূপন কুমার দাশ-দিনাজপুর, অনামিকা চৌধুরী-হবিগঞ্জ, বিশ্বেশ্বর সিংহ-চাঁপাইনবাবগঞ্জ, শংকর কুমার বিশ্বাস-নওগাঁ, ধীমান চন্দ্র মণ্ডল-দিনাজপুর, ধ্রুব জ্যোতি পাল-যশোর, পাপিয়া নাগ-কক্সবাজার, রাজীব কুমার দেব-হবিগঞ্জ, সুস্মিতা আহমেদ-পিরোজপুর, ঝুমু সরকার-গাজীপুর, ফানি ফারজানা-সিলেট, তানিয়া ইসলাম-চাঁদপুর, প্রবীর কুমার দাস-যশোর, শেখ সাদী রহমান-বাগেরহাট, ফারহানা খান-জয়পুরহাট, মুরাদ জাহান চৌধুরী-মুন্সীগঞ্জ, হরিদাস কুমার-নওগাঁ, মো. মামুনুর রশিদ-গোপালগঞ্জ, সমির মল্লিক-মাগুরা,জুবাইদা রওশন আরা-নীলফামারী, মো. গোলাম মাহবুব খাঁন-বগুড়া, নাহিদ আকতার জুলিয়েট-বগুড়া, দেবাংশু কুমার সরকার-ঠাকুরগাঁও, কামরুল নাহার-ব্রাহ্মণবাড়ীয়া, নওরিন মাহবুবা-মুন্সীগঞ্জ, ফাতেমা বেগম মুক্তা-ব্রাহ্মণবাড়ীয়া, মারুফা আহমেদ-লালমনিরহাট, ফারজানা ফারুক-গাজীপুর, রায়হান চৌধুরী-নড়াইল, ইসরাত জাহান-খুলনা, মেহেদী হাসান-কক্সবাজার, মো. তারেক আজিজ-কুড়িগ্রাম, আলিফ রহমান-বাগেরহাট, মো. হাদিউজ্জামান-কুড়িগ্রাম এবং হোসনে আরা বেগম-নারায়ণগঞ্জ, শিরিন সুলতানা-খুলনা, মো. আরিফুল ইসলাম-পঞ্চগড়, এসএম মাহফুজ আলম-বগুড়া, মো. হেলাল উদ্দিন-রংপুর, ফারজানা শাকিলা সুমু চৌধুরী-হবিগঞ্চ, এএসএম আনিসুল ইসলাম-বগুড়া, অলরাম কাজী-লীলফামারী, শারমিন রীমা-ব্রাহ্মণবাড়ীয়া, মো. জাহিদ হাসান-চাঁপাই নবাবগঞ্জ, কহিনুর আক্তার-নোয়াখালী, রেজওয়ানা আফরীন-কুষ্টিয়া, জিহান সানজিদা-চট্টগ্রাম, মো. জাহিদ হোসাইন-নওগাঁ, রোকেয়া আক্তার-চাঁদপুর, তানজিলা মরিয়াম-চট্টগ্রাম, ফাতিমা খাতুন-নীলফামারী, মো. তাওহী-আল-আজাদ-নড়াইল, মুক্তা পারভীন-কুড়িগ্রাম, শারমিন আক্তার পিংকি-দিনাজপুর, মো. সুমন হোসেন-নওগাঁ, ফানি ফারজানা-সিলেট, তানিয়া ইসলাম-চাঁদপুর ।

নিয়োগ প্রাপ্ত সহকারী জজরা আগামী দুই বছরের জন্য শিক্ষানবিস স্তরে থাকবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। তবে স্থায়ীকরণের আগে এ মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত দুই বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ দেয়া হয়েছে।

শেখনিউজ রিপোর্ট

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287377
২৪ নভেম্বর ২০১৪ রাত ০১:২৩
শেখের পোলা লিখেছেন : রাজাকারেরা জানতো যে ভারতের সাহায্যে দেশ স্বাধীন হলে এ দেশ পুনরায় হিন্দু ভারতের হয়ে যাবে৷ সেটাই বাস্তবায়ন হতে চলেছে৷ দুঃখ করে লাভ নেই৷
287383
২৪ নভেম্বর ২০১৪ রাত ০২:১০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ইসলাম ধর্মে কোন বৈষম্য নেই। এখানে মালিক-ক্রিতদাস, মনিব-গোলাম, আরব-অনারব, কালো-ধলা, মুসলিম-অমুসলিম এ কোন পার্থক্য নেই। এটাই তো আপনারা দাবি করেন, নাকি?
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩০
231120
কাহাফ লিখেছেন :
মুক্তিযুদ্ধের কন্যা!যিনি ধর্ষনে-কর্ষনে বিপর্যস্ত্য ছবি নিয়ে টুডে ব্লগেও নালিশ জানাতে উপস্হিত হয়েছেন!একটু সহানুভূতিময় মালিশের আশায়!
আপনারা সাড়া দেন না ক্যারে......???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File