প্রেসক্রিপশনে শিরিক......!!!!
লিখেছেন লিখেছেন কথার_খই ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:২২:৩৪ রাত
প্রায় সব ডাক্তার প্রেসক্রিপশন শুরু
করে Rx দিয়ে, এর কারণ কি ??
যারাই প্রেসক্রিপশনের শুরুতে Rx
শব্দটি শুরু করেছে তার বেশ
কৌশলে কাজটি করেছে, বিভিন্ন
উপায়ে লুকাতে চেয়েছে এর মূল
উদ্দেশ্য। তবে প্রকৃত সত্য হচ্ছে:
Rx বলতে এখানে বুঝানো হচ্ছে, R =
Refer to এবং X = Jesus Christ, অর্থাৎ Rx =
Refer to Jesus Christ, মানে 'যিশুর
নামে পড়া শুরু করুন'। যেমন
আমরা বলি বিসমিল্লাহির রহমানির
রহিম বা মহান আল্লাহর
নামে পড়া শুরু করছি, ঠিক সেরকম।
X শব্দের ব্যাখ্যা:
X দ্বারা জেসাস ক্রাইস্ট বা যিশু
খ্রিস্টকে বুঝানো হয়। যেমন Xmas
দ্বারা বুঝানো হয় ক্রিমসাস।
উল্লেখ্য, X দ্বারা গ্রিক অক্ষর
“Chi”কে নির্দেশ করে,
যা দ্বারা গ্রিক ভাষায়
সংক্ষেপে ক্রাইস্ট
বা যিশুকে বুঝানো হয়ে থাকে।
মূলত যিশুর নামে পড়া শুরু করা অবশ্যই
ঈমানহারা হওয়ার কারণ।
এখানে মনে রাখতে হবে,
কাফিররা সর্বদা চায় মুসলমানদের
ঈমান নষ্ট করতে। এ সম্পর্কে মহান
আল্লাহ বলেন:
১)“তারা এটাই কামনা করে যে,
তারা যেরূপ কুফরী করেছে তোমরাও
সেইরূপ কুফরী কর,
যাতে তোমরা তাদের সমান
হয়ে যাও। (সূরা নিসা: ৮৯)
২) “ইহুদী-
নাছারা তথা আহলে কিতাবদের
মধ্যে অনেকেই
প্রতিহিংসাবশতঃ চায় যে, মুসলমান
হওয়ার পর তোমাদের কোন
রকমে কাফির
বানিয়ে দিতে।” (সূরা বাক্বারা-১০৯)
৩) মহান আল্লাহ তায়ালা বলেন,
“ইহুদী-নাছারারা কখনো তোমাদের
(মুসলমানদের) প্রতি সন্তুষ্ট
হবে না যতোক্ষণ পর্যন্ত
তোমরা তাদের ধর্ম গ্রহণ
না করবে বা অনুগত
না হবে।” (সূরা বাক্বারা-১২০)
তাই কোন মুসলমান ডাক্তারের কখনই
উচিত হবে না, Rx
দিয়ে প্রেসক্রিপশন করা, বরং উচিত
হবে 'বিসমিল্লাহির রহমানির রহিম'
কিংবা নবীজির নামে দুরুদ শরীফ
দিয়ে শুরু করা। আসুন এ
ব্যাপারে আমরা প্রত্যেকে সচেতন
হই এবং অন্যকে সচেতন করি।
প্রমান প্রমান প্রমান প্রমান প্রমান......।।
1. http://www.ligonier.org/.../why-is-x-used-when-it.../
2. http://kahalyahweh.net/Articles/chirho.htm
3. http://www.todayifoundout.com/.../the-x-in-xmas-doesnt
উৎস এখানে https://m.facebook.com/photo.php?fbid=734880976578898&id=100001710063831&set=a.276009352466065.63047.100001710063831&source=48
বিষয়: বিবিধ
১৬৪৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Folk theories about the origin of the symbol ℞ note its similarity to the Eye of Horus,[5][6] or to the ancient symbol for Zeus or Jupiter, (♃), gods whose protection may have been sought in medical contexts.[7]
The word "prescription", from "pre-" ("before") and "script" ("writing, written"), refers to the fact that the prescription is an order that must be written down before a compound drug can be prepared. Those within the industry will often call prescriptions simply "scripts". (Wikipedia)
যা সন্দেহজনক তা থেকে দূরে থাকা মুসলিমদের উচিত। মারশাল আর্টে দেখা যায় পরস্পর কুর্ণিশ (বো) করতে, এই ব্যাপারে মুসলিম ছাত্রদের সচেতন হওয়া প্রয়োজন। আমাদের কোর্টগুলিতেও দেখা যায় উকিলরা হাকিমদের সামনে মাথা ঝুকান।
বিষয় টা তুলে ধরায় অনেক ধন্যবাদ .......
তাই নাকি?!
অনেক শুভেচ্ছা।
কেউ কেউ Diagnosis বা Differential Diagnosis সংক্ষেপে লিখতে Dx / DDx লিখে থাকে । Treatmentকে Tx Managementকে Mx লিখে থাকে ।
এগুলো সবই একই ঘরানার ।
আল্লাহ আমাদেরকে শিরকীয় গুনাহ করা হতে রক্ষা করুন - আমিন।
কেউ কেউ Diagnosis বা Differential Diagnosis সংক্ষেপে লিখতে Dx / DDx লিখে থাকে । Treatmentকে Tx Managementকে Mx লিখে থাকে ।
এগুলো সবই একই ঘরানার ।
আল্লাহ আমাদেরকে শিরকীয় গুনাহ করা হতে রক্ষা করুন - আমিন।
তাহলে মুসলীম ডাক্তাররা RX এর স্থলে RA লিখতে পারে। R=Refer to, A=Allah.আপনার সুন্দর পোষ্টটির জন্য ধন্যবাদ।
ভালো লাগলো
পিলাচ
মন্তব্য করতে লগইন করুন