একটি অবহেলিত ব্লগ প্লাটফর্ম ও নির্লজ্জ নিরব ব্লগার বৃন্ধ! এবং টুডে ব্লগের ১ম বর্ষপূর্তি নামে একটি ব্যানারের লজ্জা...
লিখেছেন লিখেছেন কথার_খই ২৫ আগস্ট, ২০১৪, ০৩:২৬:৪৩ রাত
বাঙ্গালী জাতী নাকি প্রতিবাদি জাতী.....!! ৬মাস অথবা ৮মাস টুডেব্লগে একটি ব্যানার টাংগিয়ে রাখা হল কোন প্রতিবাদ হয়নি, হাইরে ব্লগার বাঙ্গালী......!!
আমরা নাকি দেশ স্বাধীন করেছি অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে....!!!
গত ৬অথবা ৮মাস ধরে একটি ব্যানার সরিয়ে অন্য একটি ব্যানার টাংগানেোর মত সহস বা মানসিকতা যাদের নেই তাদেরকে ব্লগ সাইট খুলে মশকারি করার অধিকার কে দিয়েছে জানিনা।
ব্লগে স্টিকি পোস্ট থাকেনা নিয়মিত! ব্লগ নির্বাচন নিয়ে অবহেলার শেষ নেই।
সকল ব্লগার ঐক্যবদ্ধ না হলে এ ব্লগটির অবস্থা করুণ থেকে করুণতর হবে....
ব্যানার পরিবর্তন চাই বাংলাদেশের ঋতু বৃত্তিক......
নীতিমালার কোন নীতির কার্যকারিতা নেই
(গ্রামের পথে পথে) নামের নিক নিয়ে ধর্মের আবমাননা করে চলছে একের পর এক! অথচ সম্পাদক সাহেব নীতি ভুলে গিয়ে ঘুমের গোরে আছেন!!
তিব্রনিন্দা ছাড়া কি করতে পারি.....????
দেখুন একে একে এই ব্লগে ব্লগারদের ব্লগিংয়ের বয়স কত!!
বিঃদ্রঃ- এই প্রতিবাদের জন্য আমাকে ব্যান করা হলেও আমার কোন দুঃখ নেই।
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিরব ?? ]
ব্লগার বৃন্ধ!
আপনি আমি ৭ মাস ৮ মাস চুপচাপ বসে আছি.... হাহাহাহাহা।
সহমত প্রকাশ করছি।
মডারেটররা যখন এদের ব্যাপারে কোন একশনে যায় না তাহলে এই খুবই সামান্য ব্যাপারে কিছু করতে যাবে কোন দুঃখে ?
আপনার বয়স যদি ২০১৪ এর জানুয়ারীর ৩১ তারিখে ৩০ বছর হয় তাহলে ঐ বছরের ডিসেম্বরের শুরুতে বা তারও আগে নভেম্বর বা অক্টোবর/সেপ্টেম্বরেও আপনি আপনার বয়স ৩০ ই বলবেন রাউন্ড ফিগারে । পরে ২০১৫ এর ৩১ শে জানুয়ারী পার হলে বলবেন ৩১ বছর বয়স।
মডারেটররা যখন এদের ব্যাপারে কোন একশনে যায় না তাহলে এই খুবই সামান্য ব্যাপারে কিছু করতে যাবে কোন দুঃখে ?
১০০% সহমত!
আপাততঃ ইহা ব্যাতিত অন্য কোন রিয়্যাকশন দেখাইবার মতো মানসিক অবস্থা আমার হইতেছে না। ইতোপূর্বে এরূপ, কাছাকাছি ও ভিন্নতর বহু বিষয় লইয়া অনেক ব্লগার মাননীয় মডু মহাশয়ের সমীপে আবেদন, নিবেদন চিৎকার চেচামেচি, ক্রন্ধন রন্ধন করিলেও উনাদের ব্যবহারিত তৈলের প্রভাব যে কিছুতেই কমিতেছে না ইহা পূর্ণিমার চন্দ্রিমার মতোই স্পষ্ট। কি আর করা, তাই আপাততঃ কেশ উৎপাটন করিয়াই নিজের দুঃখ জাহির করিতেছি।
কর্তৃপক্ষ ইচ্ছা করলে সিনিয়র ব্লগার, যারা নিয়মিত এই প্লাটফর্মে আসে, তাদের কয়েকজনকে ধরে জুরি বানিয়ে দিতে পারে, তাতে তাদের কাজটাও অনেক সহজ হয়ে যায়। আসলে উপায় অনেক, শুধু চেষ্ঠার বাকী।
জাযাকাল্লাহ খইর
কর্তৃপক্ষ ইচ্ছা করলে সিনিয়র ব্লগার, যারা নিয়মিত এই প্লাটফর্মে আসে, তাদের কয়েকজনকে ধরে জুরি বানিয়ে দিতে পারে, তাতে তাদের কাজটাও অনেক সহজ হয়ে যায়। আসলে উপায় অনেক, শুধু চেষ্ঠার বাকী।.......
হাজার চিৎকারে ঘুম ভাঙ্গার সম্ভবনা না থাকলে পানি ছিটকে দিতে.....
মন্তব্য করতে লগইন করুন