ঘটনা কি? ব্লগে সম্পাদক নাই? ষ্টিকি পোস্ট নাই নির্বাচিত পোস্ট নাই !!! ১৬ আগস্ট শেষ নির্বাচিত পোস্ট....... জবাব চাই...!!!
লিখেছেন লিখেছেন কথার_খই ২১ আগস্ট, ২০১৪, ১০:০০:২১ রাত
বিলম্বিত যাত্রা ( একটি ত্রিমাত্রিক দৃষ্টিভঙ্গি )
লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ১৬ আগস্ট, ২০১৪, ১০:৪৯ রাত
..........,...................................................এটাই নির্বাচিত হওয়া শেষ ব্লগ!!!!!
উক্ত তারিখ হইতে কি কোনো ভাল লেখা পোস্ট হয়নি ব্লগে?
http://www.onbangladesh.org/blog/blogdetail/selected/1
বিষয়: বিবিধ
১৪০৩ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মডু মডু ডাক পাড়ি
মডু গেলো কার বাড়ি
আয়রে মডু ব্লগে আয়
অনেক অনেক লেখা যায়।
আসলে ঐ পাড়ার নিয়মিত যাতায়াতকারীগন এখন অনেকেই কারাগারে। অনেকেই নিজ বাসস্তান হতে অনেক দূরে। মোবাইলে কোন মতে ফেইস বুক এবং পড়ার কাজটা সারেন বেশীর ভাগ।
আর সত্য কথাটা হলো-একটি পোষ্ট দেয়ার পর যখন মন্তব্য পাওয়া যায়না, তখন লেখক পরবর্তী পোষ্ট দানে নিরুত্সাহিত হোন। যারা পক্ষে বিপক্ষে নিয়মিত মন্তব্য করতেন, তারা দৌড়ের উপর থাকাতে আসর জমেনা। তা লেখক, মন্তব্যকারী, ভিজিটর সবই কম। সেই সুযোগে মুডু একটু ঘুমিয়ে নিচ্ছেন, যেন সুযোগের উত্তম ব্যবহার।
মন্তব্য করতে লগইন করুন