(নামাজ) মানুষটির দিকে একটু নজর দিন..... রিপোষ্ট!!!
লিখেছেন লিখেছেন কথার_খই ১৬ আগস্ট, ২০১৪, ০১:২১:৪০ রাত
()
()
()
()
ধন্য হতে চাই
আমরা প্রতিদিন ,
থাকতে চাইনা আমরা
ভাবনা হীন ।
.....................
ধন্য হতে প্রতিদিন আদায়-
করতে হবে মামাজ পাঁচ ওয়াক্ত ,
নামাজ বাদ দিতে নেই-
অযুহাত নেই কোন শর্ত ।
..................................
ভাবতে হবে কাকে মানছি
চলছি কার সাথে ,
পণ করতে হবে সবাইকে আজ
চলবো আমরা সত্যের পথে ।
...................................
নামাজ নিশ্চয় মনকে-
সতেজ রাখতে সাহায্য করে ,
নামাজের আছে এমন গুণ
মনের অশ্রীলতা দূরে ।
.............................
অশ্রীলতা দূর হলেই
মনে আসবে সত্যের ভাবনা ,
যা আমরা পত্যেকের
হওয়া চাই কামনা ।
............................
নামাজে আমরা তেলোয়াত করি
পবিত্র কোরআনের আয়াত ,
নামাজ আমাদের পেতে সাহায্য-
করবে চির সুখের জান্নাত ।
....................................
নামাজে যা পড়ি আমরা
তা বুজা জরুরি প্রয়োজন ,
বুজলেই আমাদের মাঝে-
আসবে অমুল পরিবর্তন ।
...............................
পরিবর্তনের দ্বারায় গড়তে-
হবে 'পরিবার' তথা সমাজ ,
সব মুসলিমকে কায়েম-
করতে হবে নামাজ ।।
<><><><><><><><><><><><>
বন্ধুরা আসুন নামাজ পড়ি , নিজেদের পরিবর্তন করি জান্নাত মুখী জীবন গড়ি ।।
বিষয়: বিবিধ
১২৯২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন